Logo
Logo
×

খেলা

হতাশার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ‘ইতিবাচক’ দিক খুঁজে পেলেন শান্ত

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম

হতাশার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ‘ইতিবাচক’ দিক খুঁজে পেলেন শান্ত

হতাশার এক চ্যাম্পিয়ন্স ট্রফিই পার করল বাংলাদেশ। জয়ের দেখা পায়নি এক ম্যাচেও। একটা পয়েন্ট যাও পেয়েছে দলটা, সেটাও বৃষ্টির কল্যাণে। এমন টুর্নামেন্ট শেষেও ইতিবাচক অনেক কিছু দেখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল দলের। তবে বৃষ্টির বাগড়ায় সেটা আর হয়নি। ‘এ’ গ্রুপের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। যে কারণে বাংলাদেশ টুর্নামেন্টটা শেষ করে অন্তত একটা পয়েন্ট নিয়ে।

তবে শান্ত অবশ্য বিষয়টা নিয়ে হতাশাই প্রকাশ করেছেন। তিনি জানালেন, ‘আমি খুব হতাশ। আমরা সত্যিই এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার ওপর তো কিছু করার নেই।’

এই ম্যাচের আগেই বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। যার ফলে এটি ছিল কার্যত অর্থহীন এক লড়াই। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে দুই দলই আট দলের এই প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত করে আগের ম্যাচে।

ভারতের বিপক্ষে ছয় আর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটের ব্যবধানে হার সত্ত্বেও শান্ত প্রথম দুই ম্যাচ থেকে কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। তিনি বলেন, ‘দুই ম্যাচেই আমরা লম্বা সময় ধরে লড়াই করেছি, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।’ এছাড়া, বাংলাদেশের ‘ভালো বোলিং আক্রমণ’ও তার কাছে দলের ইতিবাচক দিকগুলোর মধ্যে একটি।

গ্রুপ পর্বে পাকিস্তান এক পয়েন্ট নিয়ে চতুর্থ ও শেষ স্থানে থেকে আসর শেষ করেছে, যেখানে একই পয়েন্ট থাকা সত্ত্বেও তুলনামূলক ভালো নেট রান রেটের কারণে বাংলাদেশ তৃতীয় হয়েছে। যদিও এটি কোনো বড় প্রাপ্তি নয়, তবে শান্তের জন্য কিছুটা হলেও স্বস্তির বিষয় হতে পারে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম