Logo
Logo
×

খেলা

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

ছবি: সংগৃহীত

বৃষ্টির সম্ভাবনা ছিল। রাওয়ালপিন্ডিতে তা শঙ্কার হয়ে দেখা দিয়েছে। বেরসিক বৃষ্টির দাপটে পাকিস্তানের বিপক্ষে এখনও টস হয়নি বাংলাদেশের। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বৃষ্টির চোখরাঙানি কমছে না। তবে এটিই হতে পারে মন্দের ভালো।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ শুরুর সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিকেল ৫টার দিকে বৃষ্টি আরও বাড়তে পারে। সেক্ষেত্রে ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ালেও ওভার কমতে পারে। শঙ্কা আছে ম্যাচটি পরিত্যক্ত হওয়ারও।

সত্যিই যদি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচটি আয়োজন করা না যায়, তবে আখেরে ভালো। নাজমুল হোসেন শান্তরা যেমন হারের বৃত্তে ঘুরছে, পাকিস্তানও তেমন। দুদলেরই হয়েছে বিদায়। তাছাড়া এই মুহূর্তে টেবিলের বিবেচনায় পাকিস্তানের ওপরে আছে নাজমুল হোসেন শান্তর দল। যদি বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয় তবে পয়েন্ট ভাগাভাগি হবে। এক পয়েন্ট নিয়ে দেশে ফিরবে টাইগাররা।

শুধু খালি হাতে ফেরা ঘুচবে না। টাকার অঙ্কেও যোগ হতে পারে বাড়তি কিছু। ম্যাচটি পণ্ড হলে, বাংলাদেশ তখন আট দলের লড়াইয়ে সাত অথবা ছয় নম্বরে থেকে শেষ করতে পারবে।  কিভাবে! এই মুহূর্তে বি গ্রুপের তিন নম্বরে আছে বাংলাদেশ। শান্তদের রানরেট -০.৪৪৩, পাকিস্তানের -১.০৮৭। বি গ্রুপে থাকা ইংল্যান্ডের -০.৩০৫। যদি ইংলিশরা সবশেষ ম্যাচে হেরে যায়, তবে টাইগাররা টুর্নমেন্টে ছয়ে থেকে শেষ করবে। অন্যথায় সাতে।

যদিও এই মুহূর্তে পিন্ডিতে বৃষ্টি নেই। তবে মাঠ খেলার অনুপযোগী থাকায় নির্দিষ্ট সময়ে হয়নি টসও। আবহাওয়ার যা অবস্থা তাতে আবারও বৃষ্টি নামার শঙ্কা আছে। নিয়মরক্ষার ম্যাচটির পরিধি কমে যাওয়ার সম্ভাবনাও বাড়ছে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম