Logo
Logo
×

খেলা

কোহলিকে পাঠানো বার্তা নিয়ে যা বললেন ধোনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম

কোহলিকে পাঠানো বার্তা নিয়ে যা বললেন ধোনি

ছবি: সংগৃহীত

এমএস ধোনির পর নেতৃত্বে ভারতের হাল ধরেন বিরাট কোহলি। লম্বা সময় ভারতকে নেতৃত্ব দিলেও কোহলির অধীনে কোনো শিরোপা জিততে না পারায় দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মার কাঁধে। তবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সময়টা মোটেও সুখকর ছিল না কোহলির জন্য। সে সময় পাশে পানননি কাউকেই। কেবল কোহলি বার্তা পাঠিয়েছেন ধোনি। সেই বার্তা প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন ধোনি।

২০২২ দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট অধিনায়ক থেকে সরে যেতে হয় কোহলিকে। যা নিয়ে সম্প্রতি কথা বলেছেন কোহলি। যেখানে তিনি খারাপ সময়ে ধোনির কাছ থেকে বার্তা পেয়েছিলেন বলে জানান।

কোহলি বলেন, ‘যখন আমি টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলাম, তখন আমি একজনের কাছ থেকে একটি বার্তা পেয়েছি, যার সাথে আমি আগে খেলেছি; তিনি হলেন এমএস ধোনি। অনেকের কাছে আমার নম্বর আছে। টিভিতে, লোকেরা অনেক পরামর্শ দেয়; লোকেদের অনেক কিছু বলার আছে। কিন্তু যাদের কাছে আমার নম্বর ছিল তাদের কেউই আমাকে মেসেজ পাঠাননি।’

কোহলির সেই বার্তা নিয়েই এবার কথা বলেছেন ধোনি। তার কাছে কোহলির সেই বার্তা নিয়ে জিজ্ঞেস করা হলে সাবেক এই কিংবদন্তি বলেন, ‘এটি দেজা ভ্যু। সম্প্রতি আমাকে একই রকম প্রশ্ন করা হয়েছিল; যা আপনি আইপিএল চলাকালীন উত্তরটি দেখতে পাবেন। মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে আমি দুর্দান্ত নই তবে হ্যাঁ, নির্দিষ্ট সময়ে যখন কাউকে আপনার প্রয়োজন হয়, আপনি কেবল একটি বার্তা পাঠান।’

কদিন আগেও বিরাট কোহলি বাজে সময় পার করছিলেন। ব্যাট হাতে রান পাচ্ছিলেন না বলে তাকে অবসর নিতে বলা হচ্ছিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে কোহলি জানান দিয়েছেন। এখনও তিনি লড়তে জানেন। এমন লড়াকু কোহলির দিকে তাই তাকিয়ে এখন পুরো ভারত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম