Logo
Logo
×

Live Icon সরাসরি

পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

বৃষ্টিতে ভেসেই গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০ পিএম

বৃষ্টিতে ভেসেই গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সবার আগে বিদায় হয়েছে বাংলাদেশের। মুখথুবড়ে পড়েছে পাকিস্তানও। আজ রাওয়ালপিন্ডিতে বসেছে এই দুই বিদায়ী দলের সম্মান খোঁজার লড়াই। বাংলাদেশ যেকোনো উপায়ে ম্যাচটি জিতে দেশে ফিরতে চায়। ছাড় দিতে চায় না পাকিস্তানও।

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের নিয়মরক্ষার এই পঞ্চাশ ওভারের ম্যাচটি সরাসরি কাভার করছে যুগান্তর অনলাইন। ম্যাচের খুঁটিনাটি সকল তথ্য পেতে যুগান্তরের সঙ্গে থাকুন...

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৪ পিএম

বাতিলই হয়ে গেল ম্যাচটা

শঙ্কা আগে থেকেই ছিল। সে শঙ্কাটাই সত্যি হলো শেষমেশ। টসও হলো না, তার আগেই পরিত্যক্ত হলো বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৯ পিএম

দুঃসংবাদ!

বৃষ্টির তোড় আরও বেড়েছে। পিচ এখনও ঢেকে রাখা হয়েছে। এখন তো কভারে বেশ কিছু জায়গায় পানিও জমে গেছে! সব মিলিয়ে শিগগিরই খেলা শুরু হওয়ার সম্ভাবনা আপাতত নেই।


২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৬ পিএম

খেলা পণ্ড হলেই শান্তদের লাভ

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ শুরুর সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিকেল ৫টার দিকে বৃষ্টি আরও বাড়তে পারে। সেক্ষেত্রে ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ালেও ওভার কমতে পারে। শঙ্কা আছে ম্যাচটি পরিত্যক্ত হওয়ারও। এটিই হতে পারে মন্দের ভালো।

সত্যিই যদি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচটি আয়োজন করা না যায়, তবে আখেরে ভালো। নাজমুল হোসেন শান্তরা যেমন হারের বৃত্তে ঘুরছে, পাকিস্তানও তেমন। দুদলেরই হয়েছে বিদায়। তাছাড়া এই মুহূর্তে টেবিলের বিবেচনায় পাকিস্তানের ওপরে আছে নাজমুল হোসেন শান্তর দল। যদি বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয় তবে পয়েন্ট ভাগাভাগি হবে। এক পয়েন্ট নিয়ে দেশে ফিরবে টাইগাররা।

শুধু খালি হাতে ফেরা ঘুচবে না। টাকার অঙ্কেও যোগ হতে পারে বাড়তি কিছু। ম্যাচটি পণ্ড হলে, বাংলাদেশ তখন আট দলের লড়াইয়ে সাত অথবা ছয় নম্বরে থেকে শেষ করতে পারবে।  কিভাবে! এই মুহূর্তে বি গ্রুপের তিন নম্বরে আছে বাংলাদেশ। শান্তদের রানরেট -০.৪৪৩, পাকিস্তানের -১.০৮৭। বি গ্রুপে থাকা ইংল্যান্ডের -০.৩০৫। যদি ইংলিশরা সবশেষ ম্যাচে হেরে যায়, তবে টাইগাররা টুর্নমেন্টে ছয়ে থেকে শেষ করবে। অন্যথায় সাতে।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৩ পিএম

মেঘে ঢাকা পিন্ডি, খেলা শুরু হতেও দেরি

মেঘে ঢাকা পিন্ডি, খেলা শুরু হতেও দেরি

আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছিল, বৃষ্টি বাগড়া দেবে। দিয়েছেও। মুষলধারে না হলেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে রাওয়ালপিন্ডিতে। মাঠের কাভারও সরানো হয়নি। ক্রিকইনফো জানাচ্ছে, আকাশও মেঘে ছেয়ে আছে।

টস বিলম্বের খবর আনুষ্ঠানিকভাবে জানানোও হয়েছে। জানা গেছে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম ওত ভালো না। তাই খেলা কখন শুরু হবে এখনও বলা যাচ্ছে না। বৃষ্টি কখনও কমছে কখনও বাড়ছে, তাই শঙ্কাও থাকছে।

যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে মাঠ খেলার অনুপযোগী থাকায় নির্দিষ্ট সময়ে হয়নি টসও। আবহাওয়ার যা অবস্থা তাতে আবারও বৃষ্টি নামার শঙ্কা আছে। নিয়মরক্ষার ম্যাচটির পরিধি কমে যাওয়ার সম্ভাবনাও বাড়ছে।

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৮ পিএম

ছাড় দেবে না পাকিস্তান, বিশেষ কিছুর আশায় বাংলাদেশ

ছাড় দেবে না পাকিস্তান, বিশেষ কিছুর আশায় বাংলাদেশ

আগেভাগে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও শেষটায় জয়ে শুরু করতে চান নাজমুল হোসেন শান্ত, ‘সব সময়ই আমরা ম্যাচ জিততে চাই এবং এজন্য আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করি।’ সাফল্য পেতে দলের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে চান টাইগ্রেস অধিনায়ক, ‘এটি আরেকটি ম্যাচ এবং (আমরা) দেশের জন্য খেলছি, এটি আমাদের জন্য সবসময় গর্বের বিষয়।’

পাকিস্তানকে হারিয়ে ভক্তদের দারুণ কিছু দিতে চান বাংলাদেশের অধিনায়ক শান্ত, ‘আমি আশা করি ছেলেরা ভক্ত-সমর্থক এবং দলের জন্য বিশেষ কিছু করবে। একটি ভালো ম্যাচ হবে আশা করছি।’

শান্তর সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলেছেন পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদও, নিয়ম রক্ষার ম্যাচে  বাংলাদেশের বিপক্ষে জয় ক্ষুধার্ত পাকিস্তানি খেলোয়াড়দের আত্মবিশ্বাস যোগাতে সহায়ক হবে।

পাকিস্তানের কোচ বলেছেন, ‘কোন অজুহাত নেই। জীবনে এমন কোনও অজুহাত থাকা উচিত নয়। তবে শেষ ম্যাচে ভালো ফল করতে চায়। দলের এমন অবস্থায় খেলোয়াড়রা মোটেই খুশি নয়, হেরে যাবার পর কেউ খুশি থাকে না। তবে সবাই জয়ের জন্য কঠোর চেষ্টা করে এবং আমরা সম্প্রতি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতেছি। প্রতিটি ম্যাচই গর্বের। তাই কাল (আজ) জয় দিয়ে শেষ করতে চাই।’

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৬ পিএম

বাড়ছে বৃষ্টির দাপট, টস নিয়েও শঙ্কা

আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছিল, বৃষ্টি হতে পারে। হচ্ছেও। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাভারও সরানো যায়নি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বৃষ্টির দাপট কমেনি। উল্টো বেড়ে যাচ্ছে। বেরসিক বৃষ্টি নির্ধারিত সময়ের টস তো বটেই, খেলার পরিধিও কমাতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেভাগে পাত্তাড়ি গুঁটিয়েছে পাকিস্তান, মোটাদাগে ব্যর্থ বাংলাদেশও। দুই দলেরই শেষ ট্রফির মিশন। তবে শেষটা ভালো করতে মরিয়া দুই বিদায়ী। মোহাম্মদ রিজওয়ানের চাওয়া হারানো আত্মবিশ্বাস এবং নাজমুল হোসেন শান্তর নজর বিশেষ কিছুতে। তবে নিয়মরক্ষার ম্যাচটিতে বাগড়া দিয়েছে বৃষ্টি।

ক্রিকইনফো জানাচ্ছে, মুষলধারে না হলেও বৃষ্টির মাত্রা ভালোই আছে। আস্তে আস্তে বৃষ্টির তোড় বাড়ছেও। পিন্ডির আকাশও ঘন মেঘে ঢাকা। বৃষ্টি অপেক্ষা করাবে। হয়ত খেলাটি ঠিক টাইমে গড়াবেও না। একই সঙ্গে ওভারও কাটা হতে পারে।

ওয়েদার রিপোর্ট বলছে, রাওয়ালপিন্ডিতে আজ বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের বেশি। দুপুর থেকেই বৃষ্টিও হচ্ছে। ম্যাচ শুরুর সময় অর্থাৎ বিকেল তিনটার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেল ৫টার দিকে বৃষ্টি আরও বাড়তে পারে। সেক্ষেত্রে ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ালেও ওভার কমতে পারে।

রাওয়ালপিন্ডিতে বসবে দুই দলের সান্ত্বনার জয় খোঁজার লড়াই। এই মাঠেই দুদিন আগে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে কোনো বল মাঠে গড়ায়নি। একই মাঠে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলের খেলোয়াড়েরাও মাঠে এসে পৌঁছেছে। এখন শুধু বৃষ্টি থামার এবং মাঠ প্রস্তুতের অপেক্ষা।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম