Logo
Logo
×

খেলা

৮ জনকে বাদ দিয়ে কাবরেরার প্রাথমিক দল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ এএম

৮ জনকে বাদ দিয়ে কাবরেরার প্রাথমিক দল

ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে আগেই ৩৮ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছিলেন হাভিয়ের কাবরেরা। তবে ভারতের বিপক্ষে ম্যাচটির জন্য প্রাথমিক দলে বাদ পড়েছেন আটজন। বুধবার সন্ধ্যায় সন্ধ্যায় ৩০ ফুটবলারের নাম জানিয়েছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ।

বাদ পড়াদের মধ্যে রয়েছেন জাহিদ হোসেন শান্ত, ইয়াসিন খান, জিকো, হাসান মুরাদ, রাব্বী হোসেন রাহুল, রফিকুল ইসলাম, মেহেদী হাসান মিঠু ও সাকিব আল হাসান। 

৩০ জন খেলোয়াড়ের মধ্যে ২৮ জনকে বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। অনুশীলনে না দেখেই কেন আটজন খেলোয়াড় বাদ পড়লেন, তা জানা যায়নি। 

তবে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কোচের সঙ্গে আটজন খেলোয়াড়ের কথা হয়েছে। কেউ কেউ চোটে আছেন। অন্য সমস্যাও রয়েছে। আপাতত তাই তারা ক্যাম্পে থাকবেন না। তবে প্রয়োজন হলে সৌদি আরব থেকে আসার পর ডাক পড়বে। এছাড়া ৩৮ জন খেলোয়াড়ের ভারতের ভিসা হয়েছে।’

হামজা চৌধুরী ১৮ মার্চ ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। এর আগে ফাহমেদুল ইসলাম ১০ মার্চ সৌদি আরবে জাতীয় দলের অনুশীলনে যুক্ত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের ৩০ জনের প্রাথমিক দল

গোলকিপার—মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার—শাকিল আহাদ তপু, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন ও সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার—মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড—রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম