Logo
Logo
×

খেলা

ভাঙাচোরা পাকিস্তান দলকে শিরোপার লোভ দেখালেন যুবরাজের বাবা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ এএম

ভাঙাচোরা পাকিস্তান দলকে শিরোপার লোভ দেখালেন যুবরাজের বাবা

ছবি: সংগৃহীত

ক্রিকেটে যেন কিছুতেই সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দলটি ঘরের মাঠে নতুন করে স্বপ্ন বুনছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে। তবে সেই স্বপ্নও এখন শেষ। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

এই অবস্থায় বাবর-রিজওয়ানদের কঠোর সমালোচনায় মেতেছেন দলটির সাবেক ক্রিকেটাররা। অনেকে এই ক্রিকেটারদের ছেঁটে ফেলার পরামর্শও দিচ্ছেন। এই অবস্থায় পাকিস্তান দলের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যুগরাজ সিং। বাবর-রিজওয়ানদের শিরোপার লোভও দেখিয়েছেন তিনি।

সম্প্রতি পাকিস্তানের বাজে পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনায় মেতেছেন ওয়াসিম আকরাম। এই অবস্থায় এত কথা না বলে ওয়াসিমদের দায়িত্ব নিতে বলছেন যুগরাজ। বলেন, ‘ওয়াসিম ধারাভাষ্য দিয়ে টাকা কামাচ্ছে। আমি তাকে বলবো, দেশে ফিরে যাও, এই ক্রিকেটারদের নিয়ে একটা ক্যাম্প করো। আমি দেখতে চাই, তোমরা পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারো কি না। না পারলে পদত্যাগ করো।’

ভারতের হয়ে একটি টেস্ট ও ছয়টি ওয়ানডেতে খেলা যুগরাজ এখন কোচিং করান নিজের একাডেমিতে। সেই অভিজ্ঞতা ঢেলে দিয়েই পাকিস্তানকে সাফল্য এনে দিতে চান তিনি। বলেন, ‘আমি তাদের কোচ হলে, এক বছরের ভেতর এমন দল তৈরি করে দেব, তোমাদের মনে থাকবে। এটা পুরোপুরি প্যাশনের বিষয়। আমি এখানে (নিজের একাডেমিতে) ১২ ঘণ্টা কাটাই। আপনাকে নিজের দেশের জন্য রক্ত ও ঘাম দিতে হবে।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম