Logo
Logo
×

খেলা

‘মাহমুদউল্লাহর এখন ব্যাটও হচ্ছে না, বোলিংও হচ্ছে না’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

‘মাহমুদউল্লাহর এখন ব্যাটও হচ্ছে না, বোলিংও হচ্ছে না’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের পারফরম্যান্সে হতাশ সবাই। দলের সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সমালোচনা তুঙ্গে। সেই সমালোচনায় এবার যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। 

মাহমুদউল্লাহ রিয়াদের ফিল্ডিংয়ের সমালোচনা করতে গিয়ে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেছেন, তাকে দেখে মনে হয়েছে ছুটি কাটাতে এসেছে। ব্যাট হাতে ভরসার জায়গা মাহমুদউল্লাহ নিউজিল্যান্ড ম্যাচে ১৪ বলে করেছিলেন মোটে ৪ রান। মিচেল ব্রেসওয়েলের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ধরা পড়েন উইল ও রুর্কের হাতে। 

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানি গণমাধ্যমে আলাপকালে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘ওটা একেবারেই হাতের ক্যাচ। মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে। এখন তার ব্যাটও হচ্ছে না, বোলিংও হচ্ছে না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলের রান এক পর্যায়ে ছিল ২ উইকেটে ৯৭। কিন্তু তাওহিদ হৃদয়, মুশফিক ও মাহমুদউল্লাহ আউট হয়ে যান ছয় ওভারের মধ্যে। তিনজনই আউট হন মাইকেল ব্রেসওয়েলের অফ স্পিনে এবং তিনটি উইকেটই ছিল নিখাদ উপহার।

মুশফিক ও মাহমুদউল্লাহ বাজে শট খেলে আউট হওয়ায় তাদের নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে। তবে অধিনায়ক বলছেন ভিন্ন কথা।

নাজমুল হোসেন শান্ত বলেছেন, দুইজন সিনিয়র ক্রিকেটারকে আলাদাভাবে দেখতে চাই না। আমার মনে হয়, পুরো দল হিসেবে ম্যাচটি আমরা ভালো খেলিনি। সিনিয়র ক্রিকেটার বলে তার কাছে প্রত্যাশা অনেক বেশি থাকবে, এরকম নয়। পুরো ব্যাটিং গ্রুপ আমরা ভালো করিনি।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম