Logo
Logo
×

খেলা

‘অনৈতিক সুবিধা পাচ্ছে ভারত’ – বলছেন তারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম

‘অনৈতিক সুবিধা পাচ্ছে ভারত’ – বলছেন তারা

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইতে খেলতে পারার সুবিধাকে ‘অগ্রহণযোগ্য’ বলে কটাক্ষ করেছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। অন্যদিকে, বাকি দলগুলো পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যুর মধ্যে যাতায়াত করতে হচ্ছে।  

নিরাপত্তা শঙ্কা ও রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। ফলে, ৫০ ওভারের এই টুর্নামেন্টে তাদের সব ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।  

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে এই নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে টানাপোড়েন চলার পর, শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে সমঝোতায় আসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সমঝোতার শর্ত অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত যে কোনো আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানকেও ভারতের মাটিতে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে।  ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শক্তিশালী সচিব জয় শাহ গত ডিসেম্বরে দুবাইয়ে আইসিসির চেয়ারম্যান হওয়ার পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।  

দুবাইয়ের পিচ ও কন্ডিশন পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির ভেন্যুগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা। দুবাইয়ে ভারতের প্রথম দুটি ম্যাচেই শিশির পড়েনি। দুই ম্যাচে এ ধীরগতির উইকেটে সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৪৪, যেখানে রোহিত শর্মার দল ২৪২ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তানের বিপক্ষে জয় পায়।  

অন্যদিকে, পাকিস্তানে রানসংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার জশ ইংলিসের অপরাজিত ১২০ রানের ইনিংস ইংল্যান্ডের বিপক্ষে ৩৫২ রানের টার্গেট সহজ করে তুলেছিল, যেখানে শিশিরও ভূমিকা রেখেছিল।  

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন স্কাই স্পোর্টস পডকাস্টে বলেন, ‘ভারত যে দুবাইতেই সব ম্যাচ খেলছে, এটা কতটা বড় সুবিধা? এটি হয়তো পরিমাপ করা কঠিন, কিন্তু এটি যে বিশাল সুবিধা, তা অস্বীকার করার উপায় নেই।’  

‘তারা শুধুমাত্র একটি ভেন্যুতে খেলছে, যার ফলে তাদের স্কোয়াড নির্বাচন দুবাইয়ের কন্ডিশনের ওপর ভিত্তি করে নির্ধারণ করা যাচ্ছে।’  

গ্রুপ ‘এ’ থেকে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠেছে এবং তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে রবিবার দুবাইতেই মুখোমুখি হবে। কিন্তু ম্যাচের ফল যাই হোক, ভারত নিশ্চিতভাবেই তাদের সেমিফাইনাল ম্যাচ দুবাইতে ৪ মার্চ খেলবে।  

ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ লাহোরে। তবে, যদি ভারত ফাইনালে পৌঁছে, তাহলে ম্যাচটি সরিয়ে দুবাইতে নিয়ে যাওয়া হবে।  অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ইনজুরির কারণে এই টুর্নামেন্টে দলের নেতৃত্ব দিতে পারেননি, তবে তিনিও ভারতের সুবিধা নিয়ে কথা বলেছেন।  

তিনি ইয়াহু অস্ট্রেলিয়াকে বলেন, ‘আমি মনে করি, টুর্নামেন্ট চালিয়ে যাওয়া ভালো, তবে এটি স্পষ্ট যে একই ভেন্যুতে খেলার সুবিধা ভারতকে বড় ধরনের অ্যাডভান্টেজ দিচ্ছে। ওরা এমনিতেই খুব শক্তিশালী দল, আর সঙ্গে এই সুবিধাটাও পাচ্ছে।’  

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম