Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা ঝুঁকি, যা বলছে পিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা ঝুঁকি, যা বলছে পিসিবি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে নিরাপত্তাবেষ্টনী লঙ্ঘনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে একজন দর্শক খেলার মাঠে প্রবেশ করেন।

ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া ইভেন্টে অতিউৎসাহী ভক্তদের মাঠে প্রবেশের ঘটনা প্রায়ই ঘটে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালের নভেম্বরে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে একজন ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারী নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশ করে এবং ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে আলিঙ্গন করেন, যা খেলায় সাময়িক বিঘ্ন ঘটায়।

রাওয়ালপিন্ডির ম্যাচ চলাকালে এক দর্শক মাঠে প্রবেশ করে নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্রকে আলিঙ্গন করার চেষ্টা করেন। তার হাতে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) প্রধান হাফিজ সাদ হুসেইন রিজভীর একটি ছবি ছিল।

এ ঘটনার পর এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘গতকাল (সোমবার) মাঠে নিরাপত্তাবেষ্টনী লঙ্ঘনের যে ঘটনা ঘটেছে, তা পিসিবি গুরুত্ব সহকারে দেখছে। খেলোয়াড় এবং অফিসিয়ালদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

পিসিবি আরও জানায়, তারা স্থানীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা প্রতিটি ভেন্যুর চারপাশে নিরাপত্তা কর্মী বৃদ্ধি এবং প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যে ব্যক্তি নিরাপত্তাবেষ্টনী লঙ্ঘন করে মাঠে প্রবেশ করেছে, তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে, তাকে পাকিস্তানের সব ক্রিকেট মাঠে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।’

ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করতে পিসিবি নিরাপত্তা সংস্থা ও ভেন্যু কর্তৃপক্ষের সাথে কাজ করছে এবং নিরাপত্তা প্রটোকল পর্যালোচনা ও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করেছে বলেও উল্লেখ করেছে পিসিবি।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম