Logo
Logo
×

খেলা

একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম

একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন তামিম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে একুশে স্মারক সম্মাননা পদক দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। দেশের ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখায় তামিমসহ আরও ১৪ জনকে এ সম্মাননা প্রদান করবে চসিক।

সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। আগামীকার বুধবার বিকেল চারটায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়াম মাঠে অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।

একুশে স্মারক সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-

ভাষা আন্দোলন: বদিউল আলম চৌধুরী (মরণোত্তর)।

সমাজসেবা ও গবেষণা: প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

চিকিৎসাবিজ্ঞান: অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন: বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী।

সমাজসেবা: লায়ন কামরুন মালেক।

সঙ্গীত: নকিব খান।

সাংবাদিকতা: জাহেদুল করিম কচি।

ক্রীড়া: তামিম ইকবাল খান।

কথাসাহিত্য: প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর)

প্রবন্ধ ও গবেষণা: প্রফেসর ড. সলিমুল্লাহ খান

শিশুসাহিত্য: মিজানুর রহমান শামীম

শিশু-চিকিৎসাসাহিত্য: প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী

কবিতা: জিললুর রহমান

অনুবাদ সাহিত্য: ফারজানা রহমান শিমু

তামিম ইকবালের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গর্বের বিষয়। দেশের ক্রিকেটে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম