Logo
Logo
×

খেলা

সমালোচককে ‘ইংরেজের বাচ্চা’ বললেন হরভজন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম

সমালোচককে ‘ইংরেজের বাচ্চা’ বললেন হরভজন

গত রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে সেমিফাইনালে চলে যায় ভারত।

সেই ম্যাচে স্টার স্পোর্টের হিন্দি ধারাভাষ্য নিয়ে সমালোচনা করেছেন ইংল্যান্ডের এক ক্রিকেট ভক্ত। যে কারণে তাকে এক হাতে নিলেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার হারভজনসিং। 

টুইটারে লেগোলাস নামে একজন লিখেন, স্টার স্পোর্টসের হিন্দি কমেন্ট্রি বিশ্বের সবচেয়ে খারাপ জিনিসগুলির মধ্যে একটি। তার জবাবে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং লেখেন-ওহ, ইংরেজের বাচ্চা! লজ্জা লাগা দরকার, নিজের ভাষা বলে এবং শুনে তো গর্ব হওয়া উচিত।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিরাট কোহলিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন হরভজন সিং। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন, কোহলি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করবে। 

তিনি বলেছিলেন, আমি বড় ভবিষ্যদ্বাণী করছি। কম হবে যদি বিরাট পাকিস্তানের বিরুদ্ধে ১০০ করে? হ্যাঁ, কাল যদি সে সেঞ্চুরি করে, তবে গত চার মাসে কী হয়েছে মানুষ সেটা আর মনে রাখবে না। কাম অন চিকু, পুরো দেশ তোমার পিছনে রয়েছে। আমি আশা করছি তুমি ১০০ করবে। আর সেটা হলে আমি ভাঙড়া নাচব।

হরভজনের ভবিষ্যদ্বাণী সঠিক প্রমাণিত হয়। বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ১১১ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন। এটি তার ৫১তম ওডিআই সেঞ্চুরি এবং সর্বমোট ৮২তম সেঞ্চুরি ছিল। 

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম