Logo
Logo
×

খেলা

সেই ‘চোটের নাটক’ নিয়ে মুখ খুললেন গুলবদিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম

সেই ‘চোটের নাটক’ নিয়ে মুখ খুললেন গুলবদিন

গেল বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা। সুপার এইটে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে টুর্নামেন্টে সেমিফাইনালের টিকিট কেটেছিল আফগানিস্তান। বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচটি ছিল রোমাঞ্চে ঠাঁসা, এর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছিলেন গুলবদিন নাইব।

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ ইনিংসের ১২তম ওভারে নেমেছিল বৃষ্টি। সেই ওভারের পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত বোলার নুর আহমেদ। এমন সময় প্রথম স্লিপে দাঁড়ানো গুলবদিন হঠাৎ নিজের পা ধরে মাটিতে লুটিয়ে পড়েন এবং হাত-পা ছেড়ে শুয়ে পড়েন। বৃষ্টির তোড় বাড়ার জন্যই যেন সময় নষ্ট করছিলেন তিনি!

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসে মজার ছলেই সেই ঘটনাটি নিয়ে আইসিসির প্রকাশিত ভিডিওতে গুলবদিন বলেন, ‘ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। তবে আমার কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু লোকে সেটাকে বড় ইস্যু বানিয়েছে। আমার জন্য ভালোই হয়েছে তা। ম্যাচশেষে অনেক তারকা অভিনেতা আমাকে বার্তা পাঠিয়েছিল। সবাই বলছিল, আমি হলিউডে কাজ করতে পারি।’

গুলবদিন আসলেই চোটে পড়েছিলেন নাকি সেটা স্রেফ অভিনয় ছিল–তা নিয়ে ধন্দে থাকার কথা জানান আরেক আফগান ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজও। তিনি বলেন, ‘আমি আসলে নিশ্চিত নই, সত্যিই চোট ছিল নাকি অভিনয়। সেটা আসলে ক্র‍্যাম্প ছিল তাই না? গুলবাদিন বলেছেন ক্র‍্যাম্প হয়েছিল তার। আমরা কেউই নিশ্চিত নই। লোকে এ নিয়ে মজা নিচ্ছে।’

গুরবাজ যোগ করেন, ‘মজার বিষয় হলো, ক্র‍্যাম্প হওয়ার ৩-৪ মিনিট পর গুলবাদিন বাকি সবার চেয়ে দ্রুতগতিতে দৌড়াচ্ছিলেন। এ এক আশ্চর্যজনক ঘটনা। আমিও সেই একই চিকিৎসকের কাছে যেতে চাই। আমারও চোট পেয়েছিল, কিন্তু আমাদের চিকিৎসক ছিলেন তিনি আমাকে দৌড়ানোর জন্য তৈরি করতে পারেননি।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম