Logo
Logo
×

খেলা

জিম্বাবুয়ে হয়ে যাবে বাংলাদেশ!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম

জিম্বাবুয়ে হয়ে যাবে বাংলাদেশ!

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পায়ের তলায় মাটি খুঁজে পায়নি বাংলাদেশ। টানা দুই হারে এক ম্যাচ বাকি থাকতেই শেষ হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।

বাংলাদেশের বিদায় নিশ্চিত হতেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কিছুদিন আগেই বিসিবির পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করে যাওয়া মহসিন শেখ। সবশেষ বিপিএলেও ছিলেন তিনি খুলনা টাইগার্সের সঙ্গে।

দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করা মহসিন দলের মূল সমস্যা চিহ্নিত করতে পেরেছেন বলে দাবি করেছেন। মহসিন লিখেছেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদম একই! শুরু থেকেই দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহির অভাব।’

এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকদের নিয়েও প্রশ্ন তুলেছেন এই পারফরম্যান্স অ্যানালিস্ট, ‘যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তারা কারও কাছে দায়বদ্ধ নন। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়ছে, অথচ সমাধানের কোনো উদ্যোগ নেই। বরং ভুল সব সিদ্ধান্তই পায় অগ্রাধিকার!’

এরপরই বাংলাদেশ ক্রিকেট নিয়ে গুরুতর এক মন্তব্য করে বসেন মহসিন। বলেন, ‘এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই জিম্বাবুয়ের পথে হাঁটবে!’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম