Logo
Logo
×

খেলা

ক্যাম্প ছাড়লেন সাবিনারা, ফেরার পথ আছে তো?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম

ক্যাম্প ছাড়লেন সাবিনারা, ফেরার পথ আছে তো?

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সেই ১৮ ‘বিদ্রোহী’ ফুটবলারকে নিয়ে সংকট কাটছে না। তাদের বাদ দিয়ে নতুন দল নিয়ে প্রীতি ম্যাচের জন্য আরব আমিরাতে চলে গেছেন কোচ পিটার বাটলার। এ অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্যে থাকা সাবিনারা ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে  বলছিল, সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু কোচ পিটার বাটলারের অধীনে না খেলার সিদ্ধান্তে এখনো অনড় সাবিনারা। শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। এর মধ্যেই ছুটি নিয়ে বাড়ির পথ ধরেছেন বিদ্রোহী ফুটবলাররা।

বাড়ির পথ ধরা ফুটবলাররা আর ক্যাম্পে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দাবি না মানলে অবসরের পথে হাঁটবেন, এমনটা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলার।

কিছুদিন আগেই একুশে পদক পেয়েছেন নারী ফুটবলাররা। সেই পদক নিয়ে বাড়ির পথ ধরলেন তারা। অন্যদিকে বাটলারের পরিকল্পনা নতুনদের নিয়ে। তরুণদের নিয়েই এগিয়ে যেতে চান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলার বলেন, ‘আমরা আসলে জানি না পরে কি হবে। আমাদের ভবিষ্যৎ কি হবে তা আমিরাতের ম্যাচের পর আলোচনা করে সিদ্ধান্ত হবে। আগে এই ম্যাচটা যাক। আমরা আলোচনা করে ঠিক করবো। তবে বাটলারের সঙ্গে আমরা এখনো কাজ করতে চাই না।’

অপর এক সিনিয়র ফুটবলার বলেছেন, ‘আসলে এসব নিয়ে এখন আর কথা বলতে চাই না। আমরা সব কিছু মিলিয়ে মানসিকভাবে ভালো নেই। একটু বিশ্রাম প্রয়োজন। আপাতত এসব থেকে একটু দূরে থাকতে চাচ্ছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম