Logo
Logo
×

খেলা

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে রাচিনের নতুন রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৪ পিএম

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে রাচিনের নতুন রেকর্ড

বাংলাদেশ দলের বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান রাচিন রবিন্দ্র।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়লেন রাচিন।

গতকাল সোমবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দলের বিপক্ষে ২৩৮ রানের টার্গেট তাড়ায় ১০৫ বলে ১২টি চার আর এক ছক্কায় ১১২ রানের ইনিংস খেলেন রাচিন রবিন্দ্র। 

এর আগে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অভিষেক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই তারকা ক্রিকেটার।  

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি রাচিন। গতকাল দ্বিতীয় ম্যাচে দলে ফিরেই ঐতিহাসিক রেকর্ড গড়েছেন। ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকে সেঞ্চুরি করলেন।

ক্রিকেট ইতিহাসে ১৯ জন খেলোয়াড় বিশ্বকাপে অভিষেকে শতরান করেছেন এবং ১৫ জন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকে শতরান করেছেন; কিন্তু রাচিন একমাত্র ক্রিকেটার যিনি দুটি টুর্নামেন্টেই অভিষেকে সেঞ্চুরি করেছেন।

রাচিন মাত্র ৩০ ওয়ানডে ম্যাচে এরই মধ্যে চারটি সেঞ্চুরি করেছেন। তার চারটি সেঞ্চুরিই আইসিসি টুর্নামেন্টে। তিনটি শতরান ২০২৩ সালের বিশ্বকাপে এবং একটি চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম