Logo
Logo
×

খেলা

তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন চান রোনালদো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম

তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন চান রোনালদো

রোনালদো নাজারিও

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) শীর্ষপদে বসতে চান রোনালদো নাজারিও। সে লক্ষ্যে নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন তিনি। এখন জোরেশোরে নিচ্ছেন নির্বাচনের প্রস্তুতি। কিন্তু এর মধ্যেই নির্বাচনকে নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে তার মধ্যে।

বিশেষ করে সিবিএফের নির্বাচনী কাঠামো, প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে রোনালদোর মনে। এছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের শঙ্কায় ফিফা, কনমেবল, স্টেট ফেডারেশন এবং ব্রাজিলিয়ান সিরি ‘আ’ ও সিরি ‘বি’র দলগুলোকে একটি চিঠিও দিয়েছেন তিনি।

চিঠিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়ে রোনালদো লিখেছেন, ‘আমি প্রকাশ্যে ঘোষণা করেছিলাম যে সিবিএফের আগামী নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কিন্তু আমি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তার অভাব নিয়ে উদ্বিগ্ন বোধ করছি, যা কি না নির্বাচনের নিরপেক্ষতা ও বৈধতার সঙ্গে আপস করতে পারে। সৎ নির্বাচনে অবদান না রাখার পাশাপাশি এই মডেল বিকল্প প্রার্থীর উত্থানকেও কঠিন (সম্ভবত অসম্ভবও) করে তুলবে।’

রোনালদো যোগ করেন, ‘এটা স্পষ্ট যে বর্তমান আইনের অধীনে দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্টের হাতে পুরো প্রক্রিয়ার ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রয়েছে। যা আমাদের সুষ্ঠ ও সমতাভিত্তিক প্রতিযোগিতার শর্ত থেকে দূরে সরিয়ে দেয়।’

চিঠিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং লাতিন আমেরিকান ফুটবলের অভিভাবক কনমেবলকে সিবিএফ নির্বাচনে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে অনুরোধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদো।

তিনি লিখেছেন, ‘নির্বাচনী প্রক্রিয়ার অধিকতর স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা নিশ্চিত করতে আমি অনুরোধ করছি ফিফা এবং কনমেবল যেন সরাসরি এই নির্বাচনে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করে।’

নিয়ম অনুযায়ী আগামী বছরের মধ্যে সিবিএফ নির্বাচন হওয়ার কথা। তবে এর নির্দিষ্ট দিনক্ষণ এখনো নিশ্চিত হয়নি। রোনালদোর অনুরোধ, ভোটের জন্য নির্ধারিত সময় যেন অন্তত এক মাস আগেই জানিয়ে দেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম