Logo
Logo
×

খেলা

মুশফিক-মাহমুদউল্লাহর কড়া সমালোচনা ওয়াসিমের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম

মুশফিক-মাহমুদউল্লাহর কড়া সমালোচনা ওয়াসিমের

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ

ব্যাটিং দুর্দশায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ খেলতেই বাংলাদেশের যাত্রা শেষ হয়েছে। প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ ও পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হারের দায় মূলত ব্যাটারদেরই নিতে হবে। দুই ম্যাচেই গড়পড়তা মানের ব্যাটিং করেছেন তারা। কোনোটিতেই বোলারদের লড়াকু পুঁজি এনে দিতে পারেননি।

ব্যাটারদের মধ্যে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তাওহিদ হৃদয়, আর নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটি এবং জাকেরের লড়াকু এক চল্লিশোর্ধ্ব ইনিংসে মান বাঁচানো স্কোর পায় বাংলাদেশ।

কিন্তু মিডল অর্ডারের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ পুরোপুরি ব্যর্থ হন। যেখানে নিজেদের অভিজ্ঞতার আলোয় তরুণদের পথ আলোকিত করার কথা তাদের, সেখানে অন্ধকার কুঠুরিতে পথ হাতড়ে বেড়িয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহ।

এর মধ্যে মুশফিক ভারতের বিপক্ষে ‘গোল্ডেন ডাক’ মারার পর কিউইদের যাচ্ছেতাইভাবে উইকেট উপহার দিয়ে এসেছেন। এই ম্যাচে ৫ বল খেলে করেছেন মোটে ২ রান। অন্যদিকে মাহমুদউল্লাহ চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি, কিন্তু কিউইদের বিপক্ষে মাঠে নেমে ১৪ বলে ৪ রানের বেশি আসেনি তার ব্যাটে। মুশফিকের মতো তিনিও অকাতরে বিলিয়েছেন নিজের উইকেট।

বাংলাদেশ দলের সিনিয়রদের এমন ব্যর্থতা নিয়ে বড় কথাই বলেছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। একসময় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচ জাফর সরাসরিই বলেছেন, আইসিসি ইভেন্টে পারফর্ম করতে পারেন না সিনিয়র ক্রিকেটাররা। 

ব্যতিক্রম হিসেবে ২০১৯ সালের সাকিব আল হাসানের পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শুধুমাত্র সম্ভবত সাকিবকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দেখেছি, যেখানে তিনি ব্যতিক্রমী পারফরমার ছিলেন। আমি জানি না এটি চাপের কারণে হয় কি না, নাকি তারা নিজেরাই অতিরিক্ত চাপ নিয়ে ফেলে, তারা যেন ঠিক পারফর্ম করতেই পারে না।’

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ ডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের সিনিয়র নির্ভরতার সমালোচনাই করেছেন জাফর, ‘আজকের শট নির্বাচনও খুব হতাশাজনক ছিল। মুশফিক যে শটটি খেললেন, মাহমুদউল্লাহর সেই বেহিসাবি শট—এটি তো বাঁচা-মরার ম্যাচ ছিল। এ ধরনের ম্যাচে আপনি চান যে তারা সামনে এসে দলকে জেতানোর জন্য খেলুক। কিন্তু দুর্ভাগ্যবশত, আইসিসি ইভেন্টগুলোতে এটাই বাংলাদেশের গল্প হয়ে দাঁড়িয়েছে।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম