Logo
Logo
×

খেলা

বোলিংয়ের সময় হার্দিক কেন গ্লাভস পরেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৭ পিএম

বোলিংয়ের সময় হার্দিক কেন গ্লাভস পরেন?

ছবি: সংগৃহীত

তারকা ক্রিকেটাররা বরাবরই ফ্যাশন সচেতন। দামি বাইক, গাড়ি কিংবা ঘড়ির প্রতি থাকে আলাদা শখ। হার্দিক পান্ডিয়ার সেই শখটা ঘড়ি কেন্দ্রিক। খরচও করেছেন দুহাতে। কিন্তু ম্যাচের সময় তার হাতে প্রায়ই কালো গ্লাভস দেখা যায়। এটির কাজ কি এবং দাম কত—এমন প্রশ্নও উঠেছে।

ভারতের তারকা অলরাউন্ডারের হাতের এই বিশেষ গ্লাভসটির নাম ‘এমসিপি গ্লাভস’ তথা ‘মেটাকার্পোফ্যানেনজিয়াল গ্লাভস’। আঙুল এবং তালুর হাড়কে সুরক্ষা দিতে এটি ব্যবহার করা হয়।

হার্দিক শুধু মাত্র বোলিং করার সময় বা হাতে গ্লাভসটি পরেন। ফিল্ডিং করার সময় নিয়ম অনুযায়ী খুলে রাখতে হয়। হার্দিক ডান হাতে বল করেন। সেই সময় বাঁ হাতে যাতে কোনও চোট না লাগে, সেই কারণেই গ্লাভসটি ব্যবহার করেন।

‘এমসিপি গ্লাভস’ সাধারণত সব ব্যাটারেরা ব্যবহার করেন। এটি মূল গ্লাভসের নিচে পরা হয়। যে কারণে সাধারণত ‘এমসিপি গ্লাভস’ দর্শকদের চোখ এড়িয়ে যায়। ৭ কোটি টাকার ঘড়ির সঙ্গে হার্দিকের হাতে এই বিশেষ গ্লাভসটি। যদিও ঘড়ির তুলনায় এই দস্তানার মূল্য সামান্যই। বাজারে ৪৫০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া সম্ভব।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অতি-বিলাসী ‘রিচার্ড মিলে আরএম ২৭-০২’ ঘড়ি পরেছিলেন হার্দিক। যার বাজার মূল্য ৮ লাখ মার্কিন ডলার। ভারতে যা ৭ কোটি টাকারও বেশি। আল্ট্রা-লাক্সারি এই ঘড়িটি সারা বিশ্বেই বিরল। হার্দিকের এত দামি ঘড়িটি প্রকাশ পেতেই অবাক বনে যাচ্ছেন তার ভক্তরা।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম