Logo
Logo
×

খেলা

মনে করেন দিনেশ কার্তিক

ক্রিকেট ছেড়ে মাহমুদউল্লাহ-মুশফিকের সামনে তাকানো উচিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৯ পিএম

ক্রিকেট ছেড়ে মাহমুদউল্লাহ-মুশফিকের সামনে তাকানো উচিত

ছবি: সংগৃহীত

প্রশ্নটি তুলেছিলেন আকাশ চোপড়া। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের একটি শোতে সঞ্চালক চোপড়া জানতে চান, ‘এবারই কি শেষবার দুই ‘এম’ (মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে) দেখছে বাংলাদেশ ক্রিকেট?’ উত্তরে দিনেশ কার্তিক এককথায় বলেছেন, ‘ক্রিকেটের স্বার্থে বলব হ্যা।’ পার্থিব প্যাটেল তো কোনো সিনিয়র রাখারই পক্ষে না।

পঞ্চপাণ্ডব খ্যাত পাঁচ তারকার মাঝে এখন টিকে আছে দুজন। এই দুজনের ফর্ম পড়তির দিকে, শট সিলেকশনও বাজে। মাহমুদউল্লাহর ফিটনেসে ঘাটতি আছে। ব্যাট হাতে ধুঁকছেন মুশফিক। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারের পর তাদের নিয়ে প্রশ্নও উঠেছে, ‘অটোচয়েজ কিনা তারা?’

বাংলাদেশ দলের অধিনায়ক উত্তরে বলেছিলে, ‘সিনিয়র হিসেবে তারা তো নয়ই, কেউই এই দলে অটোচয়েজ না।’ কিন্তু অটো চয়েজ না হলেও মাহমুদউল্লাহ ও মুশফিকের ভবিষৎ নিয়ে কথা উঠেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এই দুজনের শেষ দেখে ফেলেছেন অনেকে। কিন্তু মুশফিক-মাহমুদউল্লাহ অবসর ইস্যুতে নির্বাক।

প্রায় ২০ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলা এই দুই তারকাকে দেখে অবাক হয়েছেন কার্তিক। প্রশ্ন তুলেছেন তারা কি এনে দিয়েছেন টাইগারদের। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটকে তাদের রেখে সামনে এগোনোর কথা বলেছেন, ‘আমার মনে হয়, তাদের সামনে তাকানো উচিত। তরুণদের সুযোগ দেওয়া উচিত এবং আমার ভালো লাগবে, ক্রিকেটারদের হিসেবে তরুণদের বেড়ে উঠতে দেখলে। বারবার অদলবদল যেন না করা হয়। খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সময় দিতে হবে তাদেরকে। বেশ কিছু ভালো প্রতিভা তাদের আছে।‘

পার্থিব প্যাটেল শুধু মাহমুদউল্লাহ, মুশফিককেই নয়। যারা দলে আসা-যাওয়ার মাঝে আছে তাদেরকেও সরিয়ে রাখতে বলেছেন, ‘যারা বাদ পড়ছে সেই ক্রিকেটারদের আর ফিরিয়ে আনবেন না। সামনে তাকাতে হবে। সমস্যা এখানেই। বলা হচ্ছে, কেউ বাদ পড়লে সৌম্য সরকার দলে আসছে। আলোচনা হচ্ছে কাউকে বাদ দেওয়ার, লিটন দাস তখন চলে আসছে। এভাবে স্কোয়াড গড়ে তোলার যাবে না।’

শেষ কয়েকটি ওয়ানডেতে একেবারেই খাপছাড়া মুশফিকুর। সোমবার কিউইদের বিপক্ষেও ছিলেন ছন্দহীন। আগের ম্যাচে শূন্য রানে ফেরার পর গতকাল করেন ২ রান। মাহমুদউল্লাহর চোট ইস্যু ছিল। সৌম্যকে বাদ রেখে তিনি ফিরেছিলেন। তবে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে মাহমুদউল্লাহও দলকে ডুবিয়েছেন। করেছেন মোটে ৪ রান। প্রশ্নটা তাই ওঠে, তাদের দুজনকে কি দলে নিতেই হতো?

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম