Logo
Logo
×

খেলা

অটোচয়েজ মুশফিক-মাহমুদউল্লাহ, শান্ত শোনালেন কঠিন উত্তর

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২ পিএম

অটোচয়েজ মুশফিক-মাহমুদউল্লাহ, শান্ত শোনালেন কঠিন উত্তর

ছবি: সংগৃহীত

অটোচয়েজ—বাংলাদেশ ক্রিকেটে শব্দটি খুব পরিচিত। তারকা পেসার মোস্তাফিজুর রহমান থেকে সৌম্য সরকার হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সবাই পেয়েছিলেন অটোচয়েজ তকমা। এবার অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে নিয়েও একই প্রশ্ন, ‘তারা কি অটোচয়েজ?’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রফির মিশন শুরুতেই থামার পর অধিনায়ক শান্ত তড়িঘড়ি করেই শোনান কঠিন এক উত্তর, ‘না না। এই টিমে কেউ অটোচয়েজ না।’ তবে প্রশ্নটি ওঠা স্বাভাবিক ছিল। শেষ কয়েকটি ওয়ানডেতে একেবারেই খাপছাড়া মুশফিকুর রহিম। সোমবার কিউইদের বিপক্ষেও ছিলেন ছন্দহীন। আগের ম্যাচে শূন্য রানে ফেরার পর গতকাল করেন ২ রান। 

মাহমুদউল্লাহর চোট ইস্যু ছিল। সৌম্যকে বাদ রেখে তিনি ফিরেছিলেন। তবে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে মাহমুদউল্লাহও দলকে ডুবিয়েছেন। করেছেন মোটে ৪ রান। প্রশ্নটা তাই ওঠে, তাদের দুজনকে কি দলে নিতেই হতো? 

শান্ত শুনিয়েছেন যুক্তি, ‘সৌম্য টপ অর্ডারে খেলে রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে। সৌম্য যদি খেলত তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগত। রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল। শেষ ৪-৫ ইনিংস যদি দেখেন রিয়াদ ভাইয়ের খুবই ভালো ব্যাটিং করেছে। তাই দরকার ছিল।’

কিন্তু টিকে থাকার ম্যাচেও দুই অভিজ্ঞ ক্রিকেটার ছিল খাপছাড়া। বাংলাদেশ টেনেটুনে ২৩৬ রান পর্যন্ত গেলেও জিততে পারেনি। ভারতের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকেও ছিটকে গেছে দল। দলের এই ব্যর্থতার দায় শান্ত চাপিয়েছেন ব্যাটারদের ওপর।

মাহমুদউল্লাহ-মুশফিকের ব্যর্থতার দায় নিজের কাঁধেও রেখেছেন, ‘দুই সিনিয়রকে আলাদাভাবে দেখতে চাই না। আমার মনে হয় দল হিসেবে আমরা ভালো খেলিনি। সিনিয়র দেখে তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি থাকবে এমনও না। পুরা ব্যাটিং গ্রুপ আমরা ভালো করিনি। মুশফিক ভাইয়ের কিপিং দরকার ছিল।  হয়ত পরের ম্যাচে উনি (ব্যাটিংয়েও) কামব্যাক করবে।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম