Logo
Logo
×

খেলা

বাবর নয়, হাফিজের চোখে ‘কিং’ অন্য একজন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩ পিএম

বাবর নয়, হাফিজের চোখে ‘কিং’ অন্য একজন

ছবি: সংগৃহীত

বাবর আজমকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়েছিল অনেকবার। কেউ কেউ বাবরকে ‘কিং’ খেতাবও দিয়ে বসেছিল। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ মনে করেন, যারা গ্রেট খেলোয়াড় তারা শুধু দলকে কন্ট্রিবিউট নয়, প্রতিপক্ষকে ডমিনেটও করে। সেই হিসেবে তিনি বাবরকে কিং মানতে একেবারেই নারাজ।

হাফিজ নিজের কথার যুক্তিও টেনেছেন। বাবরকে সমালোচনায় ধুঁয়ে দিয়ে দেখিয়েছেন, বাবর কেন সেরা নন। গড়পড়তা বাবরকে কিং না মানলেও ভারতের তারকা ব্যাটার কোহলিকে কিং মানছেন পাকিস্তানের সাবেক ব্যাটার। যুক্তি দিয়ে হাফিজ শুনিয়েছেন বাবর কেন কিং খেতাবের ধারেকাছেও নেই।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে হারের পর হাফিজ একটি টেলিভিশন শো’তে বলেছেন, ‘বাবর কখনওই কিং হতে পারে না। কিং হচ্ছেন কোহলি। তার পারফর্ম্যান্স দেখুন—পুরো বিশ্বে রাজ করছেন। কোনো ব্যক্তিকে ইনিয়ে-বিনিয়ে বাড়িয়ে বলা ছেড়ে আমাদেরও দরকার পারফর্মে নজর দেওয়া।’

বাবর কেন কিং নন, সেই বিষয়টিও সামনে এনেছেন হাফিজ। তার মতে, পাকিস্তানকে ম্যাচ জেতানোর ক্ষমতা নেই বাবরের। যা একসময় ইনজামাম উল হকের ছিল। আরেকটি বিষয় সামনে এনেছেন হাফিজ, ‘বাবর কখনও সেনা দেশগুলোর (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) বিপক্ষে সিরিজ সেরা হয়নি। হার-জিত ভুলে যান। সিরিজ সেরা হওয়া দরকার ছিল।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান ইতোমধ্যেই বিদায় নিয়েছে। এ গ্রুপে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর কুপোকাত হয়েছে ভারতের বিপক্ষে। এরপর থেকেই মোহাম্মদ রিজওয়ানের দলকে শুনতে হচ্ছে সমালোচনা।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম