Logo
Logo
×

খেলা

ডট বলেই ডুবেছে দল

শান্ত স্বীকার করলেও দায় নিলেন না

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬ এএম

শান্ত স্বীকার করলেও দায় নিলেন না

ছবি: সংগৃহীত

দিনেশ কার্তিক রাখঢাক না রেখেই বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট খুব শিগগির জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের পর্যায়ে নেমে যেতে পারে।’ ভারতীয় সাবেক ওপেনার কয়েকটি যুক্তিও দেখিয়েছেন। যার একটি আবার বহুল চর্চিত। মাথাব্যথার মূলে নাজমুল হোসেন শান্তদের ডট বল খেলা। অধিনায়ক শান্ত মানছেন, ডট বলেই ডুবাচ্ছে বাংলাদেশকে। তবে তিনি দায় না নিয়ে উল্টো যুক্তি দেখিয়েছেন।

গতকালের ম্যাচের উদাহরণ টেনেছেন শান্ত। নিউজিল্যান্ডের কাছে হেরে ট্রফির মিশন শেষ হওয়ার দিনে বাংলাদেশের ব্যাটাররা ডট বলের খেলায় মেতেছিলেন। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ১৮১টি বলে কোনো রান নিতে পারেনি টাইগাররা। শান্তর মতে, পরিস্থিতি অমন অবস্থায় নিয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দ্রুত পাত্তাড়ি গুটানো বাংলাদেশের অধিনায়ক যুক্তি টেনেছেন, ‘অবশ্যই এই জায়গায় আমাদের উন্নতির সুযোগ রয়েছে। আমরা নিয়মিত ৩০০ করি না, এটা মেনে নিতেই হবে। তবে যদি আজকের (কিউইদের বিপক্ষে) ডট বলের কথা বলেন, আমি বলব আমরা ৫ বা ১০ ওভার পরপরই ১-২টা করে উইকেটে হারিয়েছি। ওই সময় ব্যাটারদের জন্য স্ট্রাইক রোটেট করা কঠিন ছিল। তবে যদি একটি বা দুটি বড় জুটি গড়ে উঠত, তাহলে হয়তো এটা হতো না।’

শান্তদের সঙ্গে এমন হরহামেশাই হচ্ছে। ট্রফির মিশনে দুবাইয়ে ৩০০ বলের মধ্যে ১৫৯টি (৫২%) ডট খেলেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেদিনও ব্যাটিং ব্যর্থতা দেখা দিয়েছিল। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সেটি বেড়ে ১৮১টি (৬০%)তে দাঁড়িয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও প্রতিটি ম্যাচে বাংলাদেশের ডট বলের হার ছিল ৫০ শতাংশের বেশি।

পেস বোলিংয়ে ছন্নছাড়া ব্যাটিং, স্পিনে দুর্বলতা এবং দায়িত্বহীনতায় বাংলাদেশের ব্যাটাররা রান করতে পারছেন না। ডট বল হচ্ছে, ম্যাচে চাপ বাড়ছে। একসময় ভুল শট খেলে ফিরছেন টাইগাররা। এমনই দেখা যাচ্ছে বেশি। শান্তদের প্রত্যয় খুব দ্রুত এই সমস্যার পথ খুঁজে পাবে দল।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম