Logo
Logo
×

খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে থাকছেন মাহমুদউল্লাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে থাকছেন মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত

কার্ডিফে এই মাহমুদউল্লাহর হাত ধরেই নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। যা এখন পর্যন্ত ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা সাফল্য। সেই মাহমুদউল্লাহ কি এবার আরও একবার টেনে তুলবেন খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশ দলকে। ভারতের বিপক্ষে চোটের কারণে না খেলা মাহমুদউল্লাহ কি ফিরছেন নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে?

মাহমুদউল্লাহকে নিয়ে যখন ক্রিকেটপ্রেমিদের মনে প্রশ্ন। তখন দলীয় সূত্রে অন্তত স্বস্তির খবরই মিলছে মাহমুদউল্লাহকে নিয়ে। জানা গেছে, চোট মুক্ত মাহমুদউল্লাহ। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের একাদশেও থাকছেন তিনি।

মাহমুদউল্লাহর ব্যাপারে জানা গেছে, গতকাল রাওয়ালপিন্ডিতে অনুশীলনে পুরোদমে ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। তবে ব্যাটিংয়ের চেয়ে বেশি ছিল তার ফিটনেসের পরীক্ষা। আর সেই পরীক্ষাতেও লেটার মার্ক তুলেছেন মাহমুদউল্লাহ। এমনকি আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে রেখেই হবে বাংলাদেশ দলের একাদশ।

এই অবস্থায় তাই প্রশ্ন উঠে কার জায়গায় খেলবেন মাহমুদউল্লাহ। কাকে জায়গা ছাড়তে হচ্ছে মাহমদুউল্লাহকে জায়গা করে দিতে। জানা গেছে, সেই ক্রিকেটার হতে যাচ্ছেন সৌম্য সরকার। ওপেনিং সৌম্য না থাকায় অধিনায়ক শান্তকে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি বাঁধতে। আর তিন নম্বরে ব্যাট করতে নামবেন মেহেদী হাসান মিরাজ।

এছাড়াও রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে আলোচনায় আসা নাহিদ রানার একাদশে ফেরার জোর সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বাদ পড়তে পারেন তানজিম হাসান সাকিব কিংবা মুস্তাফিজুর রহমানের দুজনের একজনকে। তবে এসব প্রশ্নের সঠিক উত্তরটা পেতে অপেক্ষা করতে হবে টস হওয়া পর্যন্ত।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম