Logo
Logo
×

Live Icon সরাসরি

চ্যাম্পিয়ন্স ট্রফি

তানজিদের পর ফিরলেন মিরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম

তানজিদের পর ফিরলেন মিরাজ

ছবি: সংগৃহীত

জিতলে টিকবে আশা, হারলেই বাদ—কঠিন এমন সমীকরণের সামনে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রফির মিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াই। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বসেছে পঞ্চাশ ওভারের মহারণ।

টাইগারদের টিকে থাকার লড়াইয়ের ম্যাচটি সরাসরি কাভার করছে যুগান্তর অনলাইন। ম্যাচের খুঁটিনাটি সকল তথ্য পেতে যুগান্তর অনলাইনের সঙ্গে থাকুন...

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৫ পিএম

তাড়াহুড়োয় ফিরলেন মিরাজ

রাওয়ালপিন্ডিতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুর ১০ ওভারেই ৬০ রান তুলে নিয়েছে টাইগাররা। তবে দুটি উইকেট হারিয়ে চাপে পড়েছে দল। উইকেটে থিতু হওয়ার পর বড় স্কোর গড়তে পারেননি তানজিদ হাসান তামিম। মেহেদী হাসান মিরাজও ফিরেছেন দ্রুত।

কিউইদের বিপক্ষে টিকে থাকার ম্যাচে ১৩. ৩ ওভার শেষে ৭২ রান তুলেছে বাংলাদেশ। মিরাজ ১৩ রান করে ফিরেছেন। তার আগে তানজিদ ফেরেন ২৪ রান করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলকে টানছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। শান্ত ব্যাট করছেন ৩২ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন হৃদয়। কিউইদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মিচেল ব্রাসওয়েল ও উইল ও’রর্ক।

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৪ পিএম

ভালো শুরুর পর থামলেন তানজিদ

ইনিংসের ৮ ওভারে ৪৫ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। দুই ওপেনার এগোচ্ছিল দারুণ গতিতে। তবে ভুলটা করে বসেছেন তানজিদ হাসান তামিম। মিচেল ব্রাসওয়েলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হয়েছেন ত্রিশ গজের ভেতরে। ফেরার আগে টাইগার ওপেনার করেছেন ২৪ রান।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাটিং করছে টাইগাররা। সৌম্য সরকার বাদ পড়ায় ওপেনিংয়ে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। এদিন তানজিদকে নিয়ে শান্ত ৪৫ রানের জুটি গড়েন। তরুণ তানজিদ ফিরলেও অধিনায়ক শান্ত দুর্দান্ত গতিতে এগোচ্ছেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে বাংলাদেশ। শান্ত ব্যাট করছেন ২০ রানে। তাকে ৬ রানে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। 

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৩ পিএম

দুই ওপেনারের ব্যাটে এগোচ্ছে টাইগাররা

দুই ওপেনারের ব্যাটে এগোচ্ছে টাইগাররা

সৌম্য বাদ পড়ায় ব্যাটিং উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তর। তিনে খেলা অধিনায়ক নেমেছেন ওপেনিংয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে দারুণ শুরুও এনেছেন। তানজিদ হাসান তামিমকে নিয়ে ৩১ রানের জুটি গড়ে এগোচ্ছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে উইকেট না হারিয়ে ৪৫ রান তুলে নিয়েছে বাংলাদেশ। শান্ত ব্যাট করছেন ২০ রানে। ২৪ রান করে এগোচ্ছেন তানজিদ। টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। ট্রফির মিশনে টিকে থাকার লড়াইয়ে দুটি পরিবর্তন এনেছে টিম টাইগার্সরা।

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৯ পিএম

কোথায় দেখবেন টাইগার-কিউই মহারণ

বাংলাদেশ-নিউজিল্যান্ডের লড়াই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের দুটি টেলিভিশন—নাগরিক টিভি, টি স্পোর্টস। বেলা তিনটায় শুরু হওয়া ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস ২-এ। তাছাড়া খেলার লাইভ আপডেট ও ম্যাচের খুঁটিনাটি জানাবে যুগান্তর।


২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৬ পিএম

কিউই একাদশেও দুই পরিবর্তন

নিউজিল্যান্ড দলেও দুটি পরিবর্তন এসেছে। নাথান স্মিথের জায়গায় খেলবেন কাইল জেমিসন, ড্যারিল মিচেলের পরিবর্তে এসেছেন রাচিন রবীন্দ্রা। 

ট্রফির লড়াইয়ে ভালোভাবে টিকে আছে কিউইরা। গ্রুপের প্রথম ম্যাচে তারা স্বাগতিক পাকিস্তানকে হারিয়েছে বড় ব্যবধানে। আজ জিতলেই মিচেল স্যান্টনারদের শেষ চারও নিশ্চিত হয়ে যাবে।

নিউজিল্যান্ডের একাদশ

উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্রা, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও'রর্কি।

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৬ পিএম

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

বাঁচা কি মরার ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দলে পরিবর্তন এসেছে দুটি জায়গায়। মাহমুদউল্লাহ ও নাহিদ রানাকে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকে থাকার লড়াইয়ে নামছে শান্ত ব্রিগেড। নিউজিল্যান্ডও এনেছে দুটি পরিবর্তন।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩ টায় শুরু পঞ্চাশ ওভারের লড়াই। ট্রফির মিশনে পিছিয়ে আছে বাংলাদেশ। এ গ্রুপে পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু পেয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে ভারতের বিপক্ষে হেরে শুরু করেছে দল। আজ হারলেই বিদায় নিতে হবে টিম টাইগার্সের। কঠিন সেই সমীকরণ পক্ষে আনতে কিউই বধে নামছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন পেসার তানজিম সাকিব ও সৌম্য সরকার। তাদের জায়গায় এসেছেন নাহিদ ও মাহমুদউল্লাহ। বাংলাদেশ আজও তিন পেসার নিয়ে খেলবে।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম,  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম