Logo
Logo
×

খেলা

পাকিস্তান টানা ৬ মাস হারলেও আপত্তি নেই ওয়াসিমের, তবে...

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫ এএম

পাকিস্তান টানা ৬ মাস হারলেও আপত্তি নেই ওয়াসিমের, তবে...

ছবি: সংগৃহীত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে পাকিস্তান। আসরের আয়োজকও তারা। স্বাভাবিকভাবেই রিজওয়ান-বাবরদের কাছে শিরোপা প্রত্যাশা করেছিল সমর্থকরা। তবে টানা দুই ম্যাচ হেরে সেই স্বপ্ন এখন অকাল মৃত্যুর পথে। এই অবস্থায় দলের কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। পাকিস্তান দলের বর্তমান পরিস্থিতি বুঝাতে ওমান ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও তুলনা করেছেন তিনি।

সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে পাকিস্তান। বাজতে চলেছে বিদায় ঘণ্টা। এই অবস্থায় পিসিবিকে ভবিষ্যতের কথা বিবেচনা করে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন তিনি। ২০২৬ বিশ্বকাপ মাথায় রেখে তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়ার পরামর্শ দিয়েছেন। তাতে টানা ৬ মাস পাকিস্তান কোনো জয় না পেলেও আপত্তি নেই ওয়াসিমের।

ওয়াসিম বলেন, ‘কঠোর পদক্ষেপ প্রয়োজন। আমরা যুগ যুগ ধরে সাদা বলে প্রাচীনযুগের ক্রিকেট খেলছি। এর পরিবর্তন প্রয়োজন। দলে নির্ভীক ক্রিকেটার নিয়ে আসুন, তরুণ রক্ত। যদি পাঁচ-ছয়টা পরিবর্তন করতে হয় তবে তাই করুন।’

এক্ষেত্রে প্রথমে সাফল্য না পেলেও অসুবিধা দেখছেন না ওয়াসিম। বলেন, ‘আপনি পরের ছয় মাস টানা হারতে থাকুন। এটাও ঠিক আছে। কিন্তু এখন থেকে টি-টোয়েন্টি ২০২৬ বিশ্বকাপের জন্য দল তৈরি করা শুরু করুন।’

ওয়াসিম শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহদের কঠোর নিন্দা করেছেন। সাবেক এই কিংবদন্তির মতে, ওমান ও যুক্তরাষ্ট্রের চেয়ে খারাপ অবস্থা পাকিস্তানি বোলারদের।

ওয়াসিম বলেন, ‘যথেষ্ট হয়েছে। আপনারা তাদের তারকা বানিয়েছেন। গত পাঁচ ওয়ানডেতে পাকিস্তানের বোলাররা ৬০ গড়ে ২৪ উইকেট নিতে পেরেছে। অর্থাৎ প্রতি উইকেটে ৬০ রান খরচ করেছে তারা। আমাদের গড় ওমান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও খারাপ। যে ১৪টি দল ওয়ানডে খেলছে, তাদের মধ্যে পাকিস্তানের বোলিং গড় দ্বিতীয় সর্বাধিক খারাপ।’

ওয়াসিম আকরাম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন। পিসিবিপ্রধান মহসিন নাকভিকে উদ্দেশ করে বলেন, ‘চেয়ারম্যান সাহেব দয়া করে অধিনায়ক, নির্বাচক কমিটি এবং কোচকে ফোন করুন এবং তাদের জিজ্ঞাসা করুন তারা কী ধরণের নির্বাচন করেছেন। খুসদিল শাহ ও সালাম আগাকে কি কখনো উইকেট নেওয়ার মতো মনে হয়েছিল?’

ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার আগেই পাকিস্তানি দর্শকদের মাঠ ছেড়ে চলে যাওয়া নিয়েও হতাশা ঝরেছে ওয়াসিমের কণ্ঠে। বলেন, ‘ পাকিস্তান যখন বোলিং করছিল তখন ১৫ ওভার পর তারা ভেন্যু ত্যাগ করে। আমি আমার জীবনে এমন কিছু দেখিনি। এটা দুর্ভাগ্যজনক। জাতি হিসেবে আমরা খুবই আবেগপ্রবণ। কিন্তু এটা হতাশাজনক।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম