Logo
Logo
×

খেলা

বাঁচা-মরার লড়াইয়ে কিউইদের মুখোমুখি টাইগাররা

নাজমুশ শাহাদাৎ

নাজমুশ শাহাদাৎ

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১ এএম

বাঁচা-মরার লড়াইয়ে কিউইদের মুখোমুখি টাইগাররা

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আজ বাঁচা-মরার লড়াই বাংলাদেশের। সমীকরণ এমন—হারলে বাদ, জিতলে টিকে থাকবে আশা। ট্রফির মিশন নিয়ে নামা বাংলাদেশ প্রথম ম্যাচেই খেয়েছে বড় ধাক্কা। সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না কেউই। টাইগার কোচ ফিল সিমন্স তাই বাড়তি সতর্ক—রান করতে হবে এবং প্রতিপক্ষকে যা রান আসবে তার মাঝেই আটকাতে হবে। অর্থাৎ লক্ষ্য বেঁধে নিয়েছে বাংলাদেশ। আজ বিকাল ৩টায় শুরু টিকে থাকার লড়াই।

কঠিন সমীকরণের ম্যাচটিতে অবশ্য ফুরফুরে নিউজিল্যান্ড। টাইগারদের টপ ও মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা থাকলেও ব্ল্যাক ক্যাপসদের আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের টপ অর্ডার। বাংলাদেশের চিন্তা সেখানেই। অধিনায়ক শান্ত রান পাচ্ছেন না, সৌম্য সরকারও নেই ধারায়। তানজিদ তামিম, মুশফিকুর রহিমও আছেন খোলশে বন্দি। এমন অবস্থায় ৩০০ প্লাস রান করতে চান কোচ সিমন্স।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে নিউজিল্যান্ড। তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে অপরাজিত অবস্থায়, ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে। এরপর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও পাকিস্তানকে আরও একবার পরাভূত করেছে বেশ সহজেই।

করাচিতে অনুষ্ঠিত সেই ম্যাচে উইল ইয়াং এবং টম ল্যাথামের জোড়া শতকে চড়ে ৩০০-র বেশি রান সংগ্রহ করে কিউইরা। এরপর ম্যাট হেনরি এবং উইল ও'রর্কি মিলে পাওয়ারপ্লেতেই চেপে ধরেন জবাব দিতে নামা পাকিস্তানের ব্যাটিং লাইনকে।বাকি কাজ সারেন তিন স্পিনার।গোটা ম্যাচে ব্ল্যাকক্যাপসদের দাপুটে পারফর্মে রীতিমত ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। যা ছিল মিচেল স্যাটনার বাহিনীর প্রায় নিখুঁত পারফরম্যান্স।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে পরিচিত প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে আরেকটি জয় কিউইদের তো বটেই, সঙ্গে ভারতেরও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। যা হবে নিউজিল্যান্ডের জন্য বড় কৃতিত্ব নিঃসন্দেহে। বিশেষ করে টুর্নামেন্টের আগেই যারা কিনা বেশ কয়েকজন প্রধান বোলারকে চোটের কারণে হারিয়েছে, তেমন একটি দলের জন্য তো বটেই।

অন্যদিকে ওয়ানডে ফরম্যাটটি বাংলাদেশ দলের সবচেয়ে প্রিয় হলেও এই দলটি সাম্প্রতিক বছরগুলোতে ধার হারিয়ে ফেলেছে। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনই শূন্য রানে আউট হন। যার ফলে মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। 

এরপর তৌহিদ হৃদয় ও জাকের আলীর রেকর্ড গড়া জুটিতে যদিও কূল রক্ষা হয়, তবে তা জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়নি।এমনকি ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা জাকার আলি যদি প্রথম বলেই রোহিত শর্মার ক্যাচ মিসের সুযোগ না পেতেন, তাহলে হয়তো দল ২২৮ রানেও পৌঁছাতে পারত না।

অন্যদিকে বিপিএলে তেমন একটা ছন্দে না থাকলেও দুবাইয়ে তৌহিদ হৃদয় তার প্রথম ওয়ানডে শতক হাঁকিয়েছেন ভারতের বিপক্ষেই। তবে ইনিংসের শেষ দিকে ক্র্যাম্পে ভুগতে হয়েছে তাকে বেশ। যদিও তার জন্য স্বস্তির বিষয় হলো- রাওয়ালপিন্ডির আবহাওয়া দুবাইয়ের তুলনায় শীতল হবে। 

এদিকে বাংলাদেশ দলের জন্য আশাব্যঞ্জক খবর হলো- মাহমুদউল্লাহ রিয়াদকে পাচ্ছে এই ম্যাচে। যিনি ভারতের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে খেলতে পারেননি।

ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বোলিং বিভাগকে স্থিতিশীল দেখা যায়নি। তাসকিন আহমেদ, রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স দরকার ছিল। এ ম্যাচেও তাই।

এছাড়া দলের সবচেয়ে দ্রুতগতির বোলার নাহিদ রানা প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেন, যা বাংলাদেশকে বাড়তি সুবিধা দিতে পারে।

নজরে থাকবেন যারা

তৌহিদ হৃদয়ের প্রথম ওয়ানডে শতকটি পেতে সময় লেগেছে দুই বছরের বেশি। ক্যারিয়ারের ৩৪তম ম্যাচে এসে তিনি এই অর্জন করলেন। শক্তিশালী ভারতীয় বোলিং লাইনআপের বিপক্ষে তিনি তার দক্ষতার পরিচয়ও দিয়েছেন। তবে বাংলাদেশ চাইবে এই ব্যাটার নিউজিল্যান্ডের বিপক্ষেও রান করুক এবং ইনিংসের শেষ দিকেও আরও কার্যকর ভূমিকা রাখুক।

অন্যদিকে গ্লেন ফিলিপস নিউজিল্যান্ড দলে একাধিক ভূমিকায় পারদর্শী। করাচিতে মোহাম্মদ রিজওয়ানের সেই অবিশ্বাস্য ক্যাচটি নেওয়ার জন্য তিনি যেন একজন সেরা গোলকিপারের মতো লাফিয়ে উঠেছিলেন, অনেকটা বাজ পাখির মতো। ব্যাটিংয়ে তিনি শেষ দিকে ঝড় তোলার পাশাপাশি বল হাতে অফস্পিনটাও করতে পারেন বেশ। এমনকি উইকেটকিপিংয়েও পারদর্শী এই ক্রিকেটার!

এদিকে বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ ও নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে এই দুজন ঠিক কাদের জায়গায় খেলবেন, সেটা নিয়েই সিদ্ধান্ত নিতে বিপাকে টিম ম্যানেজমেন্ট।রানাকে হয়তো তানজিম হাসান সাকিবের জায়গায় খেলানো হতে পারে। তবে রিয়াদকে জায়গা ছেড়ে দেবেন কে? এটাই এখন প্রশ্ন!

সেক্ষেত্রে হয়তো সৌম্যকে বসিয়ে মিরাজকে তামিমের সঙ্গী বানিয়ে রিয়াদকে মিডল অর্ডারে খেলানো হতে পারে!এখন দেখার পালা বাস্তবতা আসলে কী?

সম্ভাব্য একাদশ (বাংলাদেশ):

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার/মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), জাকের আলি, রিশাদ হোসেন, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

সম্ভাব্য একাদশ (নিউজিল্যান্ড):

উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্য়াথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ন্যাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ও'রর্কি।

পিচ ও আবহাওয়া

এবার কোনো অতিরিক্ত হিটার বা ফ্যান ব্যবহার করা হবে না রাওয়ালপিন্ডিতে, যেমনটা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে করা হয়েছিল। রাওয়ালপিন্ডির উইকেট সাধারণত ব্যাটিংবান্ধব, তবে নতুন বল দ্রুতগতির বোলারদের সাহায্য করতে পারে। 

এদিকে সোমবারের পূর্বাভাস বলছে, সন্ধ্যার পর তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম