Logo
Logo
×

খেলা

কার্ডিফের স্মৃতি রাওয়ালপিন্ডিতে ফেরাতে পারবেন মাহমুদউল্লাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম

কার্ডিফের স্মৃতি রাওয়ালপিন্ডিতে ফেরাতে পারবেন মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত

ক্রিকেটে এ যাবতকাল বাংলাদেশের সেরা সাফল্য চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েই সেমিতে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবারও বাংলাদেশের সেমির পথে বাধা নিউজিল্যান্ড। কার্ডিফের সেই স্মৃতি কি এবার রাওয়ালপিন্ডিতে ফেরাতে পারবে বাংলাদেশ?

কার্ডিফের সেই ম্যাচে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে অবশ্য সাকিব নেই। মাহমুদউল্লাহ আছেন; তবে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে ছিলেন না তিনি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে মাহমুদউল্লাহর চোটের কথা। তাই প্রশ্ন উঠেছে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের নায়ক হবেন কে?

ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহর অভাব টের পেয়েছে বাংলাদেশ। দলীয় ফিফটির আগেই সাজঘরে ফিরতে হয়েছিল পাঁচ টপ অর্ডার ব্যাটারের। পরে তাওহিদ হৃদয় ও জাকের আলী দলকে টেনে তুলেন। লড়াই করার মতো রসদ পায় বাংলাদেশ। তাই এই দুইজনকে বাদ দেওয়ার কথা ভাবনায় না আনায় ভালো। তবে একটা সমস্যাও আছে। সবশেষ ম্যাচে মাংসপেশির টানে ভুগতে হয়েছে হৃদয়কে। যে কারণে তাকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছেই। যদিও তিনি যেকোনো মূল্যে পরের ম্যাচে খেলার কথা জানিয়েছেন সবশেষ ম্যাচ শেষেই।

তাই হৃদয় কিংবা জাকেরের বাদ পড়ার সম্ভাবনা কম। যে কারণে মাহমুদউল্লাহকে খেলাতে হলে বাদ পড়তে হবে অভিজ্ঞ মুশফিকুর রহিম কিংবা লেগস্পিনার রিশাদ হোসেনকে। এই দুজনের কে বাদ পড়বে কিংবা মাহমুদউল্লাহকে খেলানো হবে কিনা তা নিয়ে যখন প্রশ্ন তখন দেখে আসা যাক কার্ডিফের সেই ম্যাচ।

কার্ডিফের সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৬৫ রান করেছিল নিউজিল্যান্ড। যার জবাব দিতে নেমে ৩৩ রানে ৪ টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। নিশ্চিত হারের মুখে থাকা দলকে টেনে তুলেন সাকিব-মাহমুদউল্লাহ। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। সাকিব ১১৪ রানে সাজঘরে ফিরলেও মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত ১০৭ বলে ১০২ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন। বাংলাদেশকে নিয়ে যান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। বাংলাদেশের ক্রিকেটে যা সেরা সাফল্য।

যার হাত ধরে সেমিতে গেল বাংলাদেশ। সেই মাহমুদউল্লাহকে এবার আরও একবার রাওয়ালপিন্ডিতে নায়কের ভূমিকায় দেখার প্রত্যাশায় এখন সমর্থকরা।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম