Logo
Logo
×

খেলা

ভারতের কি সেমিফাইনাল নিশ্চিত? না এখনও বাদ পড়ার সম্ভাবনা আছে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ এএম

ভারতের কি সেমিফাইনাল নিশ্চিত? না এখনও বাদ পড়ার সম্ভাবনা আছে?

পাকিস্তানকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবে এখনও একেবারে শতভাগ নিশ্চয়তা পায়নি দলটি। এখনও তাদের বিদায়ের শঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফেব্রুয়ারি ২৩ (রবিবার) দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশকে একই ব্যবধানে পরাজিত করেছিল ‘মেন ইন ব্লু’। এই দুই জয়ে এখন ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত। 

তবে পুরোপুরি নিশ্চিত নয় বিষয়টি। কিছু জটিল সমীকরণ তৈরি হলে তারা ছিটকেও যেতে পারে।

ভারতকে যদি সেমিফাইনালের আগেই বিদায় নিতে হয়, তাহলে ‘এ’ গ্রুপে তিনটি শর্ত পূরণ হতে হবে—

বাংলাদেশ নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে
সোমবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে ভালো ব্যবধানে হারাতে পারে, তবে তাদের নেট রান রেট আরও উন্নত হবে। বাংলাদেশ ইতোমধ্যে ভারতের বিপক্ষে ৪৭তম ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিতে পেরেছে, ফলে তাদের খুব খারাপ নয়, -০.৪০৮।

বাংলাদেশ পাকিস্তানকেও বড় ব্যবধানে হারাতে হবে
ফেব্রুয়ারি ২৭ তারিখে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচে হেরে পাকিস্তান আছে -১.০৮৭ নেট রান রেট নিয়ে আছে বিদায়ের দ্বারপ্রান্তে। নিজেদের শেষ ম্যাচে যদি টাইগাররা বড় ব্যবধানে জয় পায় রিজওয়ানদের বিপক্ষে, তাহলে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে।

নিউজিল্যান্ডকে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে
ভারত আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচে যদি নিউজিল্যান্ড বড় ব্যবধানে ভারতকে হারাতে পারে, তবে ভারতের বিদায়ও সম্ভব। বর্তমানে ভারতের নেট রান রেট +০.৬৪৭, আর নিউজিল্যান্ডের +১.২০০।

এসব সমীকরণ অবশ্য নেহায়েতই কাগজে কলমের সমীকরণ। বাস্তবতা বলছে, ভারতের সেমিফাইনাল খেলতে না পারার সম্ভাবনা খুবই কম। তবে ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা! সে কথা ভুলে গেলে কি চলবে?

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম