Logo
Logo
×

খেলা

শচীনকে ছাড়িয়ে রোহিতের বিশ্ব রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম

শচীনকে ছাড়িয়ে রোহিতের বিশ্ব রেকর্ড

পাকিস্তান ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। বিরাট কোহলি ক্যাচ ধরে রেকর্ড গড়ার পাশাপাশি দ্রুততম ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। 

বিরাট কোহলির মতো ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও রেকর্ড গড়েছেন। ওপেনার হিসেবে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৯ হাজার রান সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত।।

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ওয়ানডে ফর্ম্যাটে ভারতের নিয়মিত ওপেনার রোহিত। ওয়ানডে ক্রিকেটের ১৮১তম ইনিংসে ওপেনার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ‘হিটম্যান’।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ওপেনার হিসেবে ওয়ানডেতে ৯ হাজার রান করা বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিটম্যান। 

এদিকে শচীন ওয়ানডেতে ১৯৭তম ইনিংসে একজন ওপেনার হিসেবে ৯ হাজার রান করেছিলেন। এই তালিকায় শীর্ষে রোহিত। তিনি ওয়ানডেতে ওপেনার হিসেবে সবচেয়ে কম ইনিংসে ৯ হাজারি ক্লাবের সদস্য হন। এই তালিকায় তৃতীয় পজিশনে আছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি ২৩১ ইনিংস খেলে ৯ হাজার রান করেন। 

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম