Logo
Logo
×

খেলা

কোহলির অনবদ্য সেঞ্চুরি, শচীনের আরও কাছে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ পিএম

কোহলির অনবদ্য সেঞ্চুরি, শচীনের আরও কাছে

বিরাট কোহলির আরও একটি সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙ্গার পথে আরও একধাপ এগিয়ে গেলেন ভারতীয় তারকা।

আন্তর্জাতিক ক্রিকেটে এনিয়ে ৮২তম সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। সেঞ্চুরির সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন শচীন। এই কিংবদন্তির রেকর্ড ভাঙতে কোহলিকে আরও ১৯টি সেঞ্চুরি হাঁকাতে হবে।

সেঞ্চুরি করার দিক থেকে দ্বিতীয় পজিশনে আছেন বিরাট কোহলি। ৭১টি সেঞ্চুরি হাঁকিয়ে এই তালিকায় তৃতীয় পজিশনে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। 

চতুর্থ পজিশনে থাকা কুমার সাঙ্গাকারা হাঁকিয়েছেন ৬৩টি সেঞ্চুরি। ৬২টি সেঞ্চুরি হাঁকিয়ে তালিকার পঞ্চম পজিশনে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক জ্যাক ক্যালিস। তার সতীর্থ হাশিম আমলা ৫৫টি সেঞ্চুরি হাঁকিয়ে ষষ্ঠ পজিশনে আছেন।

৫৪টি সেঞ্চুরি হাঁকিয়ে সপ্তম পজিশনে আছেন শ্রীলংকান আরেক কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। ৫৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়েষ্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। ইতোমধ্যে ৫২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। 

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১১ বল মোকাবেলা করে ৭টি বাউন্ডারির সাহায্যে ১০০ রান করেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে এটা তার ৫১তম সেঞ্চুরি।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন কোহলি।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম