Logo
Logo
×

খেলা

শচীনের পর আজহারউদ্দিনকে ছাড়িয়ে কোহলির রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ পিএম

শচীনের পর আজহারউদ্দিনকে ছাড়িয়ে কোহলির রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে ক্যাচ ধরার পরিসংখ্যানে অনেক আগেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি।

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তাওহিদ হৃদয়ের ক্যাচ ধরার মধ্য দিয়ে ভারতীয় সাবেক অধিনায়ক আজহারউদ্দিনের রেকর্ড স্পর্শ করেন কোহলি।

আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। এদিন কুশদিল শাহ ও নাসিম শাহর ক্যাচ ধরার মধ্য দিয়ে সব ভারতীয়কে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান বিরাট।

ওয়ানডেতে ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বাধিক ক্যাচ ধরার অনন্য রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ভারতীয় এই তারকা ক্রিকেটার ২৯৯ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ১৫৮ ক্যাচ ধরেন।

ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন ৩৩৪ ম্যাচে অংশ নিয়ে ১৫৬টি ক্যাচ ধরেন। ক্রিকেট ইতিহাসে সেঞ্চুরির রেকর্ড গড়া শচীন আন্তর্জাতিক ক্রিকেটে রান সংগ্রহের রেকর্ড গড়েন। তিনি ওয়ানডেতে ৪৬৩ ম্যাচে ১৪০টি ক্যাচ ধরেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড সর্বোচ্চ ২১৮টি ক্যাচ ধরেন শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তিনি ৪৪৮ ম্যাচে এই নজির গড়েন।

৩৭৫ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৬০টি ক্যাচ ধরেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। ওয়ানডেতে ১৫৮ ক্যাচ নিয়ে এই তালিকার তৃতীয় পজিশনে আছেন বিরাট কোহলি। ১৫৬ ক্যাচ নিয়ে চারে নেমে গেছেন আজহারউদ্দিন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম