Logo
Logo
×

খেলা

নিজেরাই নিজেদের বিপদে ফেলছে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম

নিজেরাই নিজেদের বিপদে ফেলছে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটসম্যানরাই দলকে বিপদে ফেলছেন। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকে বিদায়ের শঙ্কায় পাকিস্তান।

আজ ভারতের বিপক্ষে পাকিস্তান হেরে গেলে সেমিফাইনালের আগেই বাবর আজমদের বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে। আজ হারলে কঠিন সমীকরণে সেমিফাইনালে খেলার সামান্য আশা টিকে থাকবে বাবর আজমদের। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে টেস্টের স্টাইলে ব্যাটিং করছে পাকিস্তান।

আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ১৫ ওভারে ৬৬টি ডট বল খেলেছিল পাকিস্তান। অর্থাৎ ১৫ ওভারের মধ্যে ১১ ওভার কোনো রান করতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। তার ফলে শুরুতে রানের গতি একেবারেই কম ছিল তাদের। প্রথম ১০ ওভারে মাত্র ২২ রান করেছিল পাকিস্তান। সেখানেই হেরে যায় পাকিস্তান।

আজ ভারতের বিপক্ষে প্রথম ২০ ওভারে ৮০টি ডট বল খেলেছে পাকিস্তান। ১২০ বলের মধ্যে ৮০ বল। অর্থাৎ প্রথম ২০ ওভারের মধ্যে ১৩.২ ওভার কোনো রান করতে পারেনি পাকিস্তান। দুই ওপেনার বাবর আজম ও ইমাম উল হক কিছুটা রান করলেও তারা আউট হওয়ার পর মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল যেন একটা খোলসের মধ্যে ঢুকে পড়েছেন। বড় শট তো দূরে থাক দৌড়েও রান করতে পারছেন না তারা। তার ফলে রান তোলার গতি কমছে পাকিস্তানের।

এই সমস্যা পাকিস্তানের নতুন নয়। চাপ বাড়লেই যেন খোলসের মধ্যে ঢুকে পড়েন ব্যাটসম্যানরা। যে বলে দুই রান হয় সেই বলে এক রান নিয়েই সন্তুষ্ট থাকছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। ফলে প্রতি ওভারে রান তোলার গতি কমছে। এ রকম চলতে থাকলে পরের দিকে সমস্যায় পড়তে হবে পাকিস্তানকে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম