Logo
Logo
×

খেলা

এক ওভারে ১১ বল, হতাশার নজির গড়লেন শামি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম

এক ওভারে ১১ বল, হতাশার নজির গড়লেন শামি

চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বাজে নজির গড়লেন মোহাম্মদ শামি। ভারতীয় এই তারকা পেস বোলার এক ওভারে ৬ বলের পরিবর্তে ১১ বল করে এই রেকর্ড গড়েন।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে সব ম্যাচ না খেলেও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হন শামি। বিশ্বকাপের পরেই চোটের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় শামিকে।

দীর্ঘদিন পর চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অসাধারণ বোলিং করে ৫ উইকেট শিকার করে একাধিক রেকর্ড গড়েন শামি। ওয়ানডে ক্যারিয়ারে ২০০ উইকেটের মাইলস্টোন টপকানো ছাড়াও সীমিত ওভারের আইসিসি ইভেন্টে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নেওয়ার সর্বকালীন রেকর্ড গড়েন তিনি।

আজ রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুরুতেই হতাশাজনক এক নজির গড়েন শামি। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের প্রথম ওভারে ৬ রান খরচ করেন। তবে তিনি সেই ওভারে মোট ১১টি বল করেন। শামি প্রথম ওভারেই ৫টি ওয়াইড বল করেন।

আন্তর্জাতিক ওয়ানডেতে নো-ওয়াইড মিলে এক ওভারে সব থেকে বেশি বল করার যুগ্ম রেকর্ড গড়েন শামি। এর আগে ভারতীয় সাবেক তারকা পেসার জহির খান ও ইরফান পাঠান একই নজির গড়েন।

জহির খান ২০০৩ সালে ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসের প্রথম ওভারেই নো-ওয়াইড মিলিয়ে ১১টি বল করেন। ইরফান ২০০৬ সালে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংসের প্রথম ওভারে নো-ওয়াইড মিলিয়ে ১১টি বল করেন। অর্থাৎ তিনটি ক্ষেত্রেই ইনিংসের প্রথম ওভারে তিন ভারতীয় বোলার এমন লজ্জাজনক নজির।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম