Logo
Logo
×

খেলা

মাঠে নামার আগে ভারতকে যে উপহার দিল পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম

মাঠে নামার আগে ভারতকে যে উপহার দিল পাকিস্তান

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান; দুই প্রতিবেশী। অথচ, সীমান্ত সংঘাত ও রাজনৈতিক ইস্যুতে একে অন্যের সঙ্গে ঝামেলা লেগেই আছে দেশ দুটির। সেই ঝামেলা নিরসনে বড় ভূমিকা রাখতে পারে দুদেশের ক্রিকেট। সম্পর্ক উন্নয়নে যার নজিরও স্থাপন করেছে পাকিস্তান।

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ভারত পানি ঢেলে দিলেও উদারতার নজির স্থাপন করেছে পাকিস্তান। দুবাইয়ে পাক-ভারত ম্যাচ সামনে রেখে ভারতে উপহার পাঠিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের জেলখানায় বন্দি ২২ ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। মাছ ধরতে গিয়ে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করায় আটক করা হয়েছিল এই জেলেদের।

পিসিবিপ্রাধান ছাড়াও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে এই জেলেদের মুক্তি দেওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি। দুবাইয়ে দলের অনুশীলন দেখতে এসে এই খবর জানিয়েছেন নাকভি। বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছি।’

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। লাহোরে কাল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে কয়েক সেকেন্ড বাজানো হয়েছে ভারতের জাতীয় সংগীত। যা নিয়ে নাকভি বলেন, ‘টুর্নামেন্ট আইসিসি আয়োজন করছে।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম