Logo
Logo
×

খেলা

ভারত-পাকিস্তান ম‍্যাচে পানি ঢালবে কি দুবাইয়ের আকাশ?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪১ পিএম

ভারত-পাকিস্তান ম‍্যাচে পানি ঢালবে কি দুবাইয়ের আকাশ?

ফাইল ছবি

১৬ মাস পর আজ দুবাইয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি এক দিনের ক্রিকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফির এ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে চিরাচরিত উত্তাপ। কিন্তু আবহাওয়া বাদ সাধবে না তো দুবাইয়ের মহারণে?

টান টান উত্তেজনার ম্যাচে কি পানি ঢালবে দুবাইয়ের আকাশ? কী বলছে সেখানকার আবহাওয়ার পূর্বাভাস? 

দিন-রাতের এই ম্যাচ ঘিরে সামান্য হলেও আশঙ্কার কথা শুনিয়েছেন আবহবিদেরা। দুবাইয়ের আবহওয়া দপ্তর জানিয়েছে, রোববার সকাল থেকে মূলত পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়ার গতিবেগ থাকবে ২০ কিলোমিটার প্রতি ঘণ্টার কাছাকাছি। বিকালের পর হাওয়ার গতিবেগ কিছুটা বাড়তে পারে। সর্বোচ্চ ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইতে পারে হাওয়া। সন্ধ্যার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে বাড়বে মেঘের পরিমাণ। সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে রাতের দিকে।

আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, রোববার রাতে দুবাইয়ে বৃষ্টির সম্ভাবনা চার শতাংশ। তা ভারত-পাকিস্তানে ম্যাচে প্রভাব ফেলবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম