Logo
Logo
×

Live Icon সরাসরি

গিলকে ফেরালেন আবরার, পাকিস্তানের স্বস্তি ফিরল কি?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৫ পিএম

গিলকে ফেরালেন আবরার, পাকিস্তানের স্বস্তি ফিরল কি?

ছবি: সংগৃহীত

লড়াইটা যখন আত্মমর্যাদা ও ঐতিহ্যের; তখন কে কাকে ছেড়ে কথা বলে। ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে সেই দামামা বাজতে শুরু করেছে। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ রীতিমতো পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। যেখানে দুদলই জয় পেতে মরিয়া।

এমন ম্যাচে প্রতিপক্ষকে এক বিন্দু ছাড় দিতে নারাজ দুদলই। তাই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

তুমুল উত্তেজনাকর এই ম্যাচটি সরাসরি কাভার করছে যুগান্তর অনলাইন। ম্যাচের খুঁটিনাটি সকল তথ্য পেতে যুগান্তর অনলাইনের সঙ্গে থাকুন...

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৯ পিএম

একশ ছুঁতেই গিলকে হারাল ভারত

শুবমান গিলের মহামূল্যবান উইকেট তুলে নিলেন স্পিনার আবরার আহমেদ। তার ছোঁড়া কুইকার বুঝতেই পারেননি গিল। তাতে ৪৬ রানে সাঙ্গ হলো এই তরুণ ব্যাটারের ইনিংস।

ক্রিজে নতুন ব্যাটার হিসেবে এসেছেন শ্রেয়াস আইয়ার। ৩১ রানে ব্যাট করছেন কোহলি।

পাকিস্তান ১০০/২, ১৭.৩ ওভার

টার্গেট - ২৪২

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪ পিএম

ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রানের মাইলফলকে কোহলি

ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। ২৮৭ ইনিংসে ব্যাট করে এই কীর্তি গড়েছেন তিনি।

ভারতীয় ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে কাভারে পাঞ্চ করে চার হাঁকান কোহলি। আর তাতেই ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান তিনি।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯ পিএম

গিলের ব্যাটে এগোচ্ছে ভারত

রোহিত আউট হওয়ার পর ভারতের ইনিংসের হাল ধরেছেন শুবমান গিল। বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ভারতকে এগিয়ে নিচ্ছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ বলে ৭ চারে সমান ৩৭ রান এসেছে তার ব্যাটে।

গিলকে সঙ্গ দিচ্ছেন বিরাট কোহলি। ১০ বলে তার রান ৬।

ভারত ৬৪/১, ১০ ওভার

টার্গেট - ২৪২

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫ পিএম

শাহিনের এক ওভারে তিন চার গিলের

রোহিত আউট হওয়ার পর আক্রমণাত্মক ব্যাটিংয়ের ব্যাটন নিজে হাতে তুলে নিয়েছেন শুবমান গিল। নিজের আগের ওভারে রোহিতকে ফিরিয়েছিলেন শাহিন, কিন্তু ইনিংসের সপ্তম ওভারে বোলিং এসে সুবিধা করতে পারেননি তিনি। এই ওভারে তিনবার সীমানাছাড়া করেছেন গিল (২৫*)।

পাকিস্তান ৪৬/১, ৭ ওভার

টার্গেট -২৪২

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৬ পিএম

রোহিতের স্টাম্প গুঁড়িয়ে দিলেন শাহিন

রোহিতের স্টাম্প গুঁড়িয়ে দিলেন শাহিন

অন্যপ্রান্তে শুবমান গিল কিছুটা ধীরলয়ে ব্যাট করলেও তেড়েফুঁড়ে খেলছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৩ চার ও ১ ছক্কায় পৌঁছে গিয়েছিলেন ২০ রানে। কিন্তু পঞ্চম ওভারের শেষ বলে অবিশ্বাস্য এক ইয়র্কারে রোহিতের স্টাম্প গুঁড়িয়ে দিয়েছেন শাহিন আফ্রিদি।

ভারত ৩১/১, ৫ ওভার

টার্গেট - ২৪২

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩ পিএম

পাকিস্তান ২৪১ অলআউট

পিচ রিপোর্টে সুনীল গাভাস্কার বলেছিলেন, এ উইকেটে ২৭০ রান হলে ভালো লড়াই হবে। সে হিসেবে পাকিস্তানের রান কিছুটা কম হয়ে গেছে। ভারতের নিয়ন্ত্রিত বোলিং আর নিজেদের উদ্দেশ্যহীন ব্যাটিংয়ে ৪৯.৪ ওভার ব্যাট করে ২৪১ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৩ পিএম

কোহলির ক্যাচের রেকর্ড

নাসিম শাহকে ফেরাতে যে ক্যাচটি নিয়েছেন কোহলি, এটি ওয়ানডেতে তার ১৫৭তম। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী জানান, এটাই এখন ওয়ানডেতে ভারতীয় কোনো ফিল্ডারের সর্বোচ্চ ক্যাচের কীর্তি।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১ পিএম

কুলদীপের তৃতীয় শিকার নাসিম

১৬ বলে ১৪ রান করে ফিরলেন নাসিম শাহ। হাওয়ায় ভাসিয়ে শট খেলেছিলেন, লং অন থেকে দৌড়ে এসে নিচু ক্যাচ লুফে নেন বিরাট কোহলি।

পাকিস্তান ২২৭/৮, ৪৮ ওভার

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩ পিএম

কুলদীপের জোড়া শিকারে বিপদ বাড়ল পাকিস্তানের

পরপর দুই বলে আগা সালমান (১৯) এবং শাহিন শাহ আফ্রিদিকে (০) ফেরালেন কুলদীপ যাদব। ২০০ রানে ৭ উইকেট নেই পাকিস্তানের। লড়াকু পুঁজি তো দূরের কথা, এখন মান বাঁচানো রান তোলাই পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৮ পিএম

শেষ ১০ ওভারে রানের গতি বাড়াতে পারবে পাকিস্তান?

মিডল ওভারে মন্থর ব্যাটিংয়ে শেষদিকে চাপ বেড়েছে পাকিস্তানের ওপর। ৪০ ওভার শেষে দলটির রান ৫ উইকেটে ১৮৩। ক্রিজে রয়েছেন খুশদিল শাহ এবং আগা সালমান। শেষ ১০ ওভারে তাদের ব্যাটের দিকেই তাকিয়ে পাকিস্তান।

অন্যদিকে ইনিংসজুড়ে পাকিস্তানকে চাপের মুখে রেখেছেন ভারতের তিন স্পিনার কুলদীপ, অক্ষর ও জাদেজা। এছাড়া হার্দিক পান্ডিয়াও গতি বাড়িয়ে-কমিয়ে ধাঁধায় ফেলেছেন পাকিস্তানি ব্যাটারদের। এই বোলিং চ্যালেঞ্জ সামলে শেষ পর্যন্ত ভারতকে কত রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে পাকিস্তান, সেটাই এখন দেখার বিষয়।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৬ পিএম

অর্ধেক ব্যাটিং শেষ পাকিস্তানের

তৈয়ব তাহিরকে (৪) ক্রিজে দাঁড়াতেই দিলেন না জাদেজা। বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হয়ে ফিরলেন এই ব্যাটার।

১৬৫ রানেই অর্ধেক ব্যাটিং শেষ পাকিস্তানের।

পাকিস্তান ১৬৭/৫, ৩৭ ওভার

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫০ পিএম

রিজওয়ানের পথ ধরলেন শাকিল

রিজওয়ানের পর শাকিলও ধরলেন সাজঘরের পথ। হার্দিক পান্ডিয়ার বলে পুল করতে গিয়ে ধরা পড়লেন অক্ষর প্যাটেলের হাতে। ফেরার আগে তার ব্যাটে এসেছে ৭৬ বলে ৫ চারে ৬২ রান।

১০ বলের মধ্যে দুই সেট ব্যাটারকে হারিয়ে বিপাকে পাকিস্তান।

পাকিস্তান ১৬৫/৪, ৩৬ ওভার

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪০ পিএম

জীবন পেয়ে পরের বলেই ফিরলেন রিজওয়ান

৩৩তম ওভারে শেষ বলে বল হাওয়ায় বাসিয়ে দিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক, কিন্তু ক্যাচ হাতে জমাতে পারেননি নীতিশ রানা। তবে পরের ওভারে বোলিংয়ে এসে রিজওয়ানের স্টাম্প ভেঙে দিয়েছিলেন স্পিনার অক্ষর প্যাটেল। ভারতকে এনে দিয়েছেন অমূল্য এক ব্রেক থ্রু।

এর ফলে তৃতীয় উইকেটে শাকিলের সঙ্গে তার জুটি থেমেছে ১০৪ রানে। ফেরার আগে ৩ চারে ৭৭ বলে ৪৬ রান এসেছে রিজওয়ানের ব্যাটে।

পাকিস্তান ১৫৪/৩, ৩৪ ওভার

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬ পিএম

রিজওয়ান-শাকিলের তিন অঙ্কের জুটি

রিজওয়ান এবং শাকিলের ইনিংসের শুরুটা ছিল প্রচণ্ড ধীরগতির। তবে দলীয় ইনিংসের অর্ধেকটা পেরিয়ে যাওয়ার পর সময়ের দাবিতেই রান তোলার গতি কিছুটা বাড়িয়েছেন তারা। এরই মধ্যে ফিফটি ছুঁয়েছেন শাকিল, এই মাইলফলকের কাছাকাছি রয়েছেন রিজওয়ান।

তৃতীয় উইকেটে তাদের জুটিতে এখন পর্যন্ত এসেছে ১৪১ বলে ১০১ রান।

পাকিস্তান ১৫০/২, ৩৩ ওভার

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২ পিএম

শাকিলের ফিফটি

৬৩ বল খেলে পঞ্চাশের ঘরে পৌঁছালেন সৌদ শাকিল। ৩১তম ওভারের শেষ বলটি অনসাইডে ঠেলে দিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ফিফটির ঘ্রাণ পাচ্ছেন রিজওয়ান-ও। ৭১ বলে ৪১ রান নিয়ে ব্যাট করছেন পাকিস্তান অধিনায়ক।

পাকিস্তান ১৩৭/২, ৩১ ওভার

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৭ পিএম

অবশেষে একশ!

১৫৩ বলে দলীয় একশ রান পূর্ণ হলো পাকিস্তানের। ৪৭ রানের মধ্যে বাবর এবং ইমামের উইকেট হারিয়ে খোলসবন্দি হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং। অধিনায়ক রিজওয়ান এবং শাকিল মিলে উইকেট বাঁচাতে সক্ষম হলেও রান তোলেন প্রচণ্ড ধীরগতিতে। এর ফলে সমর্থকদের যেমন হতাশা বেড়েছে, তেমনি কমেছে পাকিস্তানের বড় রান তোলার সম্ভাবনাও।

তবে দলীয় রান একশ ছাড়ানোর পর কিছুটা খোলসমুক্ত হওয়ার চেষ্টা করছেন রিজওয়ান এবং শাকিল। শেষ কয়েক ওভারে দুই ভারতীয় স্পিনার কুলদীপ এবং জাদেজার বলে বেশ কয়েকটি বাউন্ডারি আদায় করে নিয়েছেন তারা।

পাকিস্তান ১১৬/২, ২৭ ওভার

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০০ পিএম

অর্ধেক ইনিংস শেষেও একশ অধরা

অর্ধেক ইনিংস শেষ, অথচ এখনো একশ রানে পৌঁছাতে পারেনি পাকিস্তান। তৃতীয় উইকেটে রিজওয়ান-শাকিলের জুটি ছাড়িয়ে পঞ্চাশের মাইলফলক। কিন্তু তাদের অতি ধীরগতির ব্যাটিংয়ে পাকিস্তানের রানরেটের এখন যাচ্ছেতাই অবস্থা।

পাকিস্তান ৯৯/২, ২৫ ওভার

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩ পিএম

এখনো সাবধানী রিজওয়ান-শাকিল

রিজওয়ান-শাকিল এখনো ধীরপায়েই এগোচ্ছেন। ভারতীয় বোলারদের সমীহ করে বেশিরভাগ রান আদায় করছেন সিঙ্গেলসে, তা-ও ওভারে দুই-তিনটির বেশি নয়। এতে করে রান তোলার গতি অনেক কমে গেছে।

নিউজিল্যান্ডের কাছে হারের পর এমন মন্থর ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তবে তাদের সে রাগ-ক্ষোভ খুব একটা গায়ে মাখেননি রিজওয়ান-শাকিলরা।

পাকিস্তান ৭৯/২, ২০ ওভার

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৭ পিএম

৩২ বল পর বাউন্ডারি!

১৬তম ওভারের প্রথম বলে এসে অপেক্ষা ফুরোল। ৩২ বল পর বাউন্ডারির দেখা পেল পাকিস্তান। আর সেই বাউন্ডারিও এল বিচিত্র ঢংয়ে। অক্ষর প্যাটেলের বলে প্যাডেল সুইপ খেললেন সৌদ শাকিল, উইকেটকিপারের মাথার ওপর দিয়ে বল চলে গেল সীমানার ওপারে।

পাকিস্তান ৭০/২, ১৬ ওভার

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৩ পিএম

টেস্ট মেজাজে খেলছেন রিজওয়ান-শাকিল

স্বল্প বিরতিতে দুই উইকেট হারানোর পর ‘ধীরে চলো’ নীতিতে এগোচ্ছে পাকিস্তান। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল দেখেশুনে খেলছেন। ডট দিচ্ছেন অনেক বল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ বলে ৯ রান নিয়ে ব্যাট করছেন শাকিল, আর ১৬ বলে রিজওয়ানের ব্যাটে এসেছে ৮ রান।

পাকিস্তান ৬৩/২, ১৫ ওভার

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৯ পিএম

শামির ‘অন্যরকম’ রেকর্ড

শামির ‘অন্যরকম’ রেকর্ড

প্রথম ভারতীয় বোলার হিসেবে ওয়ানডেতে ওভারে পাঁচ ওয়াইড দিয়েছেন মোহাম্মদ শামি। পাকিস্তানের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই এই বিচিত্র রেকর্ডে নাম ওঠে তার।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৬ পিএম

আগের বলে চার মারা বাবরকে সাজঘরে পাঠিয়ে প্রতিশোধ পান্ডিয়ার

আগের ম্যাচে ধীর গতির ব্যাটিং করে অনেক সমালোচিত হতে হয়েছিল বাবর আজমে। ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাই এদিন তাকে দেখা যাচ্ছিল ভিন্ন মেজাজে। রান তোলায় পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছিলেন বাবর। তবে শেষ পর্যন্ত ইনিংসটাকে লম্বা করতে পারলেন না।

ইনিংসের নবম ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়াকে দারুণ একটি চার মারেন। মেজাজ হারাতে দেখা যায় পান্ডিয়াকে। পরের বলেই এর শোধ তুলেছেন তিনি। তার এক আউট সুইংয়ে বাবরকে বোকা বানিয়েছেন। ব্যাটের কানায় লেগে উইকেটকিপার রাহুলের গ্লাভসবন্দি হন বাবর। ২৬ বলে ২৩ রান করে সাজঘরে ফিরতে হয় বাবরকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেট খরচায় ৪৫ রান। উইকেটে আছেন ইমাম ও সৌদ শাকিল।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩২ পিএম

সাবধানী শুরু পাকিস্তানের

টুর্নামেন্টে টিকে থাকার লড়াই পাকিস্তানের। সেই লড়াইয়ে জিততে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেছে দুই ওপেনার বাবর আজম ও ইমাম-উল-হক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ ওভার শেষে ২৬  রান। উইকেটে আছেন বাবর ও ইমাম।

এর আগে স্কোয়াডে ছিলেন না ইমাম। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে ফখর জামান চোট পাওয়ায় তার জায়গায় স্কোয়াডে আসেন তিনি। সেই তাকেই মাঠে নামানো হয়েছে ভারতের বিপক্ষে। এখন নিজেকে প্রমাণ করার পালা তার।

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪১ পিএম

যেমন হলো দুদলের একাদশ

যেমন হলো দুদলের একাদশ

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে দুদলের একাদশে খুব একটা বদল আসেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পেয়ে আসর থেকে ছিটকে যাওয়া ফখর জামানের জায়গায় একাদশে ফেরানো হয়েছে ইমাম-উল-হককে। অন্যদিকে ভারত একাদশে কোনো বদল আনেনি।

পাকিস্তানের একাদশ: 
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
ভারতের একাদশ: 
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা।
Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম