Logo
Logo
×

খেলা

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুপুরে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে সবশেষ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারানোর মধুর স্মৃতি আরও একবার শোনালেন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ।

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারানোর সেই স্মৃতি জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলোর একটি বলেও জানান সরফরাজ। প্রতি বছর ১৮ জনু এলেই সেই স্মৃতি তার মনে পড়ে যায় বলেও জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

সরফরাজ বলেন, ‘আমি ছেলেদের অনুরোধ করেছিলাম যেন সবাই উদযাপনে যোগ দেওয়ার আগে আমাকে ট্রফিটা তুলে নিতে দেয়। এই লালিত স্মৃতিগুলো প্রতি বছর ১৮ জুন এলেই পুনরুজ্জীবিত হয়।’

সরফরাজের বিশ্বাস এবারও তার উত্তরসূরিরা শিরোপা ধরে রাখতে চেষ্টা চালাবে। তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই এমন একটি শিরোপা জয়ের স্বপ্ন থাকে যা সারাজীবন মনে থাকবে। আমরা আশা করি পাকিস্তান নিজ মাটিতে সফলভাবে তাদের মুকুট রক্ষা করবে।’

সরফরাজের এমন চাওয়া অনেকটাই মিলিয়ে যেতে পারে যদি দুবাইয়ে আজ ভারতের বিপক্ষে হেরে বসে পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় এই ম্যাচ হারলে একরকম বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। তখন বাংলাদেশের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি পরিণত হয়ে যেতে পারে নিয়মরক্ষার ম্যাচ হিসেবে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম