Logo
Logo
×

খেলা

ওভালে ভারতকে কাঁদিয়েছিলেন ফখর, দুবাইয়ে কে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ এএম

ওভালে ভারতকে কাঁদিয়েছিলেন ফখর, দুবাইয়ে কে?

ছবি: সংগৃহীত

কালের আবর্তে এখন আর তেমন উত্তেজনা ছাড়ায় না ভারত-পাকিস্তান ম্যাচ। তবে এখনও ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন এক লড়াই; অন্তত সেই প্রত্যাশা নিয়েই টেলিভিশনের সামনে বসে সমর্থকরা। তুমুল উত্তেজনাকর ম্যাচটি আজ আবারও মাঠে গড়াচ্ছে। বাংলাদেশ সময় দুপুর ৩টায় দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। যা দেখতে এখন মুখিয়ে বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমি।

শেষবার ভারতের বিপক্ষে জয়ে লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে ভারতকে কাঁদিয়েছিলেন ফখর জামান। এবার অবশ্য চোটের কারণে ছিটকে গিয়েছেন তিনি। তাই দুবাইয়ে ভারতকে কাঁদানোর দায়িত্বটা নিতে হচ্ছে অন্য কাউকে। কে হবেন সেই ক্রিকেটার?

বর্তমানে পাকিস্তানের বিপক্ষে ভারতের একছত্র দাপট থাকলেও একটা সময় ছিল এর উল্টো। যা দু’দলের পরিসংখ্যানে এখনও স্পষ্ট। দুদলের মুখোমুখি ১৩৫ ওয়ানডেতে ভারতের ৫৭ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৭৩ ম্যাচে। তবে এই পরিসংখ্যানের সঙ্গে বর্তমান সময়ের তফাৎ আছে ঢের। পরিসংখ্যান বলছে সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে বলেকয়ে হারিয়েছে ভারত।

ভারতের বিপক্ষে সবশেষ পাকিস্তানের জয় ৮ বছর আগে, ২০১৭ সালে। অবশ্য সেই জয়টা এসেছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেই। তাও আসরের ফাইনালে। যা আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিশ্চিতভাবেই দলটির জন্য বাড়তি অনুপ্রেরণা হতে পারে।

লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে একরকম একাই হারিয়ে দিয়েছিলেন ফখর জামান। শিরোপা নির্ধারণী ম্যাচে ১০৬ বলে ১১৪ রানের ইনিংস খেলেন ফখর। যার সুবাদে ৩৩৮ রানের শক্ত পুঁজি পায় পাকিস্তান। বিশাল লক্ষ্য তাড়া করতে নামা ভারতকে এরপর চেপে ধরেন মোহাম্মদ আমির ও হাসান আলি। এই দুই পেসারের বোলিং তোপে ১৫৮ রানে অলআউট হয়ে ১৮০ রানে হারে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি উঁচিয়ে ধরে পাকিস্তান।

সেই ট্রফি জয়ের সুবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আসরে খেলছে পাকিস্তান। যদিও প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিদায়ের শঙ্কা ঝেঁকে বসেছে পাকিস্তানের। টুর্নামেন্টে টিকে থাকতে তাই এ ম্যাচে ভারতকে হারাতেই হবে পাকিস্তানকে। মোহাম্মদ রিজওয়ানের দল তাই এ ম্যাচে নিশ্চিতভাবেই ফখরকে মিস করবে। তবে এটাও সত্য ভারতকে জিততে হলে এ ম্যাচে কাউকে না কাউকে অবশ্যই ফখরের ভূমিকা পালন করতে হবে। কে হবেন সেই ক্রিকেটার- শফিক, বাবর, সালমান না রিজওয়ান নাকি অন্য কেউ; সেটা দেখায় এখন সময়ের অপেক্ষা।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম