Logo
Logo
×

খেলা

শেষ বলে ছক্কা মেরে ভারতকে হারানো মিয়াঁদাদের সেই ম্যাচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ এএম

শেষ বলে ছক্কা মেরে ভারতকে হারানো মিয়াঁদাদের সেই ম্যাচ

ছবি: সংগৃহীত

এখন আর ভারত-পাকিস্তান ম্যাচে দেখা যায় না সেই যুদ্ধংদেহী মনোভাব। দুদলের ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্বটাই বেশি চোখে পড়ে। খুব একটা বিবাদে জড়াতে কিংবা একে অন্যের দিকে তেড়ে যেতে দেখা যায় না দুদলের কাউকেই। তবে একটা সময় ছিল এর উল্টো।

দু’দলের ক্রিকেটারদের মাঠের লড়াই তখন পরিণত হতো রীতিমতো এক যুদ্ধ ক্ষেত্রে। যেখানে নিজ দলকে জেতাতে সবটুকু নিঙড়ে দিতেন ক্রিকেটাররা। শরীরী ভাষাও থাকতো ভিন্ন রকম। যা এই ম্যাচটি নিয়ে দর্শদের মধ্যে আগ্রহ তৈরি করত। সেই রেশ এখনও রয়ে গেছে দর্শকদের মধ্যে। দুবাই আজ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে অতিতের উত্তেজনাকর সেই লড়াইটা এখন দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।

তবে ভারত-পাকিস্তান ম্যাচের কথা মনে হলেই এখন দর্শকদের চোখে ভাসে জাভেদ মিয়াঁদাদের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জয়ের সেই স্মৃতি। যা দু’দলের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ বলে এখনও বিবেচিত হয়।

১৯৮৬ সালে অস্ট্রাল-এশিয়া কাপের ফাইনালে শারজাহয় সেদিন ভারতের নিশ্চিত জয়ের স্বপ্নে পানি ঢেলে দিয়েছিলেন মিয়াঁদাদ। ফাইনালে পাকিস্তানকে ২৪৬ রানের টার্গেট ছুড়ে কপিল দেবের ভারত। ভারতের হয়ে ৯২ রানের ইনিংস খেলেন সুনীল গাভাস্কার। 

জবাব দিতে নেমে ৬১ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। উইকেটে আসেন মিয়াঁদাদ। পরে শেষ পর্যন্ত ১১৪ বলে ১১৬ রান করে ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান তিনি। যেখানে শেষ বলে ম্যাচ জিততে পাকিস্তানকে ৪ রান করতে হতো।

ভারতীয় পেসার চেতন শর্মার ফুল টস বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে স্মরণীয় এক জয় এনে দেন মিয়াঁদাদ। যা এখন পর্যন্ত ভারতের বিপক্ষে পাকিস্তানের স্মরণীয় জয়গুলোর মধ্যে অন্যতম। যার জন্য পরবর্তীতে একটি সোনার তলোয়ার উপহার পেয়েছেন মিয়াঁদাদ।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম