Logo
Logo
×

খেলা

৩৫ রানে ৫ উইকেট হারানোটা ‘দুর্ঘটনা’, বাংলাদেশ এমন নয়— বললেন তিনি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম

৩৫ রানে ৫ উইকেট হারানোটা ‘দুর্ঘটনা’, বাংলাদেশ এমন নয়— বললেন তিনি

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রথমে ব্যাট করে ১০ ওভারের মধ্যেই পাঁচ টপ-অর্ডার ব্যাটারকে হারিয়ে মাত্র ৩৫ রানে ধুঁকছিল দল। 

তবে একে কোনো ভাবেই নিয়মিত ঘটনা মানছেন না নির্বাচক আব্দুর রাজ্জাক। ভারতের বিপক্ষে পাঁচ উইকেটের আকস্মিক ধসকে ‘একটি দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন যে, নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে এমন বিপর্যয় আর হবে না।  

শনিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে রাজ্জাক বলেন, ‘আমরা এক ম্যাচে পাঁচ উইকেট হারিয়েছি, এটা বেশি টেনে না নেওয়াই ভালো।’  

তবে সেই ধসের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তৌহিদ হৃদয় তুলে নেন তার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, আর জাকের আলির হাফ সেঞ্চুরিতে ভর করে ১৫৪ রানের রেকর্ড ষষ্ঠ উইকেট জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে কিছুটা উদ্ধার করেন। কিন্তু শেষ পর্যন্ত ২২৮ রানে অলআউট হয়ে যায় টাইগাররা, যা ভারত ৬ উইকেট ও ২১ বল হাতে রেখে তাড়া করে ফেলে।  

রাজ্জাক ব্যাটিং বিপর্যয়কে ব্যাখ্যা করে বলেন, ‘এটা দুর্ঘটনা ছিল। আমরা এমন দল নই। এটি কেবল দুর্ঘটনাবশত হয়েছে। আমাদের ব্যাটারদের ফর্ম খুব একটা খারাপ নয়, শুধু গত ম্যাচটায় খারাপ করেছি। কিন্তু সামগ্রিকভাবে সব ঠিক আছে, এবং এমন কিছু আর ঘটবে না।’  

তবে বাস্তবতা বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টপ-অর্ডার নিয়ে দুশ্চিন্তার কারণ রয়েছে। সৌম্য সরকার ও তানজিদ তামিম ধারাবাহিক নন, অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ব্যাট হাতে খারাপ সময় কাটাচ্ছেন। বিপিএলের শেষ দিকে নিজের দল ফরচুন বরিশালের একাদশ থেকেও বাদ পড়েছিলেন তিনি। ওপেনিং ও টপ-অর্ডারে স্থিতিশীলতা না এলে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেও বড় পরীক্ষার মুখে পড়তে হতে পারে টাইগারদের।  

সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম