Logo
Logo
×

খেলা

কী করলে জয়ে ফিরবে বাংলাদেশ, বলে দিলেন সুজন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম

কী করলে জয়ে ফিরবে বাংলাদেশ, বলে দিলেন সুজন

খালেদ মাহমুদ সুজন

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের দুর্দান্ত এক সেঞ্চুরির পরও সে ম্যাচের ফল পক্ষে আসেনি। এবার সে হারের জন্য বাংলাদেশের একাদশ নির্বাচন এবং ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

দুবাইয়ের পেস সহায়ক কন্ডিশনে যেখানে শামি-হার্ষিত রানারা উইকেট তুলে নিয়েছেন, সেখানে বাংলাদেশ দলের অন্যতম গতিময় পেসার নাহিদ রানা ছিলেন বেঞ্চে। আবার তিন পেসারকে ব্যবহারেও বুদ্ধিদীপ্ত হতে পেরেছেন কি না নাজমুল শান্ত, উঠেছে সেই প্রশ্নও।

সুজন তার মন্তব্যে বাংলাদেশের কিছু ভুল তুলে ধরে বলেন, ‘নাহিদের পেস খুবই বিরল। এমন পেস সারা বিশ্বে সব দলে পাওয়া যায় না। তবে নাহিদকে কেন ওই ম্যাচে দলে নেয়া হয়নি, সেটা আমি জানি না। যেহেতু উইকেটটা এমন ছিল, আমরা নতুন বলে তানজিম সাকিবকে দিয়ে বল করাতে পারতাম।’

ব্যাটিং অর্ডার নিয়ে তার মন্তব্য, ‘চার নম্বরে মিরাজ ব্যাটিং করলো, সেও অভিজ্ঞ, সক্ষমতা আছে। কিন্তু মিরাজ যে কাজটা ছয়-সাতে খুব ভালোভাবে করতে পারে, সেটা চারে পারবে কি না সেটা টিম ম্যানেজমেন্ট-ই ভালো বুঝবে। যার যে পজিশনে সেখানে খেলা উচিত। এত ঘনঘন আমরা সবকিছু পরিবর্তন করে ফেলি, আমার মনে হয় না এটার কোনো দরকার আছে।’

সুজন বলেন, ‘এসব ম্যাচে একটা ক্যাচ, রান আউট চান্স, একটা রান স্টপ করা; এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জন্য ফিল্ডিংটা একদম শতভাগ হতে হবে। এদিকে মনোযোগটা আরও বাড়াতে হবে। যারা ফিল্ডিংয়ে দুর্বল তাদেরকে আরো কষ্ট করতে হবে, কাজ করতে হবে।’

গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে। আর সবশেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। দুটি ম্যাচ-ই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম