Logo
Logo
×

খেলা

বড় জয়ে শুরু বাংলাদেশের, লক্ষ্য হোয়াইটওয়াশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম

বড় জয়ে শুরু বাংলাদেশের, লক্ষ্য হোয়াইটওয়াশ

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর কাবাডিতে ঘরের মাটিতে সিরিজ খেলছে বাংলাদেশ। ফেডারেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৭৪ সালের পর এবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এমন সিরিজ। ঘরের মাঠে এই সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ শনিবার (২২ ফেব্রুয়ারি) পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামীকাল রোববার পল্টন ময়দানে বিকাল সাড়ে তিনটায় সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইতিহাস ও পরিসংখ্যান সব দিক দিয়েই নেপালের চেয়ে এগিয়ে বাংলাদেশ। কাবাডিতে নেপাল কখনো হারাতে পারেনি বাংলাদেশকে। সেই ধারাবাহিকতা মিজানরা ধরে রাখলো সিরিজের প্রথম ম্যাচ থেকেই। 

শুরু থেকেই নেপালকে চেপে ধরে বাংলাদেশের খেলোয়াড়রা। ২৮-১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। বিরতির পরও নেপালকে কোন সুযোগ দেয় নি স্বাগতিকরা।

৫৩-২৯ পয়েন্টে ম্যাচ জিতে লক্ষ্য পূরণের পথে এগিয়ে গেল বাংলাদেশ। নেপালকে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার টার্গেট বাংলাদেশের। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম