Logo
Logo
×

খেলা

৪৫ মিনিটে ৫ গোল করে মোহামেডানকে চাপে রাখল আবাহনী

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম

৪৫ মিনিটে ৫ গোল করে মোহামেডানকে চাপে রাখল আবাহনী

আবাহনী বেশ চ্যালেঞ্জই জানাচ্ছিল ফকিরেরপুল ইয়াং মেনস। তবে শেষমেশ ৪৫ মিনিটে ৫ গোল করে তাদের সে চ্যালেঞ্জ উতরে গেছে কোচ মারুফুক হকের দল। শনিবারের এই ম্যাচে ৬-১ ব্যবধানে জিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে ব্যবধান কমিয়েছে তারা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী তাদের মৌসুমের সবচেয়ে বড় জয় পেয়েছে। এই ম্যাচে অবশ্য শুরুতে গোল হজম করে বসেছিল। ম্যাচের ১৫তম মিনিটে সাঈদ হোসেন সায়েমের গোলে ফকিরেরপুল এগিয়ে গেলে শুরুতে চাপে পড়ে আবাহনী। তবে ৪০তম মিনিটে দলকে সমতায় ফেরান অধিনায়ক মোহাম্মদ রিদয়।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আবাহনী। ৫৪ ও ৬০ মিনিটে দুটি গোল করে দলকে এগিয়ে নেন এনামুল গাজী। এরপর মোহাম্মদ ইব্রাহিম, জাফর ইকবাল ও মিরাজুল ইসলামের গোল নিশ্চিত করে আবাহনীর বড় জয়। ১০ ম্যাচে এটি তাদের সপ্তম জয়, ফলে ২৩ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থাকা মোহামেডানের চার পয়েন্ট পেছনে রয়েছে।

এদিকে, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সহজ জয় পেয়েছে কিংস। চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

কিংসের হয়ে ২০তম মিনিটে গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম, আর ৩০তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিগুয়েল ফিগুয়েইরা।

এই জয়ে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে কিংস। তারা শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে আছে। অন্যদিকে মাত্র তিন পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনী লিগের তলানিতে রয়ে গেল।

এখন এক মাসেরও বেশি সময়ের বিরতিতে যাচ্ছে লিগ, কারণ জাতীয় দলের আন্তর্জাতিক সূচি রয়েছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে আবার মাঠে ফিরবে দেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম