Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড এখন ডাকেটের, বিশাল পুঁজি ইংলিশদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৫ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড এখন ডাকেটের, বিশাল পুঁজি ইংলিশদের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ড মুখোমুখি অস্ট্রেলিয়ার। এই ম্যাচে বিশাল এক পুঁজি পেয়ে গেছে ইংলিশরা। মাঝে কিছুটা ব্যাটিং ধস এলেও শেষ পর্যন্ত তারা তা সামলে নিয়েছে। বেন ডাকেটের রেকর্ড গড়া ১৬৫ রানের ইনিংসের ওপর ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ৩৫১ রান করেছে ইংল্যান্ড।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং নিলে ইংল্যান্ডের ইনিংসের শুরুটা ছিল রোমাঞ্চকর। তবে দ্রুতই তারা প্রথম দুই উইকেট হারায়। ফিল সল্ট (১০) অ্যালেক্স ক্যারির অসাধারণ ক্যাচে বিদায় নেন। কিছুক্ষণ পরই জেমি স্মিথও (১৩) ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

এরপরই ঘুরে দাঁড়ানোর মিশনে ডাকেটের সঙ্গে দারুণ এক জুটি গড়েন জো রুট। দুজনে মিলে তৃতীয় উইকেটে ১৫৮ রান যোগ করেন। রুট অবশ্য ব্যক্তিগত ৬৮ রান করে এলবিডব্লিউর শিকার হন। কিন্তু ডাকেট তখনও ছিলেন অবিচল। ইনিংসের ৩২তম ওভারে তিনি তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। এরপর ধীরে ধীরে তিনি ক্যারিয়ারের প্রথম ১৫০ রানের ইনিংসও করে ফেলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটিও নিজের করে নেন ডাকেট। এতদিন এ তালিকার শীর্ষে ছিলেন ন্যাথান অ্যাস্টল ও গ্র্যান্ট ফ্লাওয়ার (১৪৫)। তবে ডাকেট সহজেই সে রেকর্ড পেছনে ফেলেন।

যখন মনে হচ্ছিল, তিনি হয়তো এই টুর্নামেন্টের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পাবেন, তখনই থেমে যায় তার ইনিংস। ১৬৫ রানে মারনাস লাবুশেনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

ডাকেটের বিদায়ের পর বাটলার ও ব্রুক কিছুটা চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে অবশ্য জফরা আর্চার ঝড় তুলেছেন। শেষ ওভারে এক ছক্কা ও এক চারে তিনি ১৫ রান নিলে ইংল্যান্ডের সংগ্রহ ৩৫১-এ পৌঁছায়।

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন বেন ডোয়ারশুইস, ২ উইকেট নেন তিনি। এছাড়া অ্যাডাম জ্যাম্পা ও মারনাস লাবুশেনও দুটি করে উইকেট শিকার করেছেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম