Logo
Logo
×

খেলা

তৃতীয় বিভাগ ক্রিকেটে রাহুল দ্রাবিড়, সঙ্গী তার ছেলে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৬ পিএম

তৃতীয় বিভাগ ক্রিকেটে রাহুল দ্রাবিড়, সঙ্গী তার ছেলে

বয়স ৫২ পেরিয়ে গেছে, কিন্তু ক্রিকেট খেলার প্রতি ভালোবাসা এতটুকু কমেনি ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের। নিজের ছেলের সঙ্গে একই দলে খেলে সেই ভালোবাসারই প্রমাণ দিলেন তিনি।

শনিবার শ্রী নাসসুর মেমোরিয়াল শিল্ডের তৃতীয় বিভাগ ম্যাচে ১৬ বছর বয়সী ছেলে অন্বয়ের সঙ্গে মাঠে নেমেছিলেন দ্রাবিড়। বিজয়া দলের হয়ে ছয় নম্বরে ব্যাট করতে নেমে তিনি ৮ বলে ১০ রান করেন। তবে অন্বয় ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত, ৬০ বলে ৫৮ রান করেন আটটি বাউন্ডারির সাহায্যে।

বিজয়া দল ম্যাচে ৭ উইকেটে ৩৪৫ রান তোলে। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন স্বপ্নীল, মাত্র ৫০ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। অন্বয় একজন উইকেটকিপার-ব্যাটার, অন্যদিকে দ্রাবিড়ের বড় ছেলে সমিত দ্রাবিড় মূলত পেস বোলিং অলরাউন্ডার। 

এই ম্যাচে ইয়াং লায়ন্স ক্লাবের হয়ে এজি আদিত্য ৪ উইকেট নেন (৪/৬০)। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের প্রি-সিজন ক্যাম্পে যোগ দিয়ে সদ্যই শহরে ফিরেছেন দ্রাবিড়।

ক্রিকেট ইতিহাসে বাবা-ছেলে একসঙ্গে খেলার ঘটনা নতুন কিছু নয়। এর আগে ডব্লিউজি গ্রেস ও তার ছেলে, লালা-সুরিন্দর আমরনাথ, ডেনিস-অ্যাডাম লিলি, ডেনিস-হিথ স্ট্রিক, শিবনারায়ণ-তাগেনারায়ণ চন্দরপল এবং ইয়ান-লিয়াম বোথামসহ অনেকেই একই দলে খেলার নজির গড়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম