Logo
Logo
×

খেলা

বাঁচামরার ম্যাচে মাহমুদউল্লাহকে পাবে বাংলাদেশ?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম

বাঁচামরার ম্যাচে মাহমুদউল্লাহকে পাবে বাংলাদেশ?

ফাইল ছবি

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে প্রতিটি দলের হাতে স্রেফ তিনটি করে ম্যাচ। এর মধ্যেই নিজেদের পারফরম্যান্স দিয়ে পাকা করতে হবে সেমিফাইনালের টিকিট। এমন প্রেক্ষাপটে তিন ম্যাচের প্রথমটি জিতলে কিছুটা স্বস্তিতে বাকি দুই ম্যাচ খেলা যায়।

কিন্তু বাংলাদেশের ভাগ্য ততটা সুপ্রসন্ন নয়। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এখন তাই সেমির টিকিট পেতে হলে বাকি দুই ম্যাচেই জয় চাই বাংলাদেশের। একটি জিতলেও কাজ হতে পারে, তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।

তাই নিশ্চিতভাবে সেমিতে জায়গা করে নিতে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি বাংলাদেশের জন্য বাঁচামরার। কিন্তু এমন সমীকরণের ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহকে নিয়ে ঘোর অনিশ্চয়তায় রয়েছে বাংলাদেশ দল।

ভারত ম্যাচের আগে অনুশীলনের সময় পায়ের পেশিতে চোট পান মাহমুদউল্লাহ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে রাবিদ ইমাম বলেন, ‘মাহমুদউল্লাহকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। তিনি ভালোভাবেই সেরা উঠছেন, কিন্তু তাকে পাওয়া যাবে কি না তা নির্ভর করছে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলের শেষ অনুশীলন সেশনের পর। ইনজুরির পরের স্ক্যানে বড় কোনো সমস্যা ধরা পড়েনি। এটা ভালো লক্ষণ।’

রাবিদ ইমাম কথা বলেছেন তাওহিদ হৃদয়কে নিয়েও। ভারতের বিপক্ষে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকানোর পথে তার ক্র্যাম্প হয়। তবে এখন তিনি পুরোপুরি ঠিক আছেন এবং তাকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

এদিকে বাংলাদেশ দল দুবাই থেকে শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছেছে। আজ (শনিবার) রাওয়ালপিন্ডিতে প্রথমবার অনুশীলনে করছে তারা।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম