Logo
Logo
×

খেলা

দুবাইয়ে হারের পর পাকিস্তানে পৌঁছেছেন শান্তরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৫ পিএম

দুবাইয়ে হারের পর পাকিস্তানে পৌঁছেছেন শান্তরা

ছবি: সংগৃহীত

হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। তাতে বাংলাদেশকে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। কারণ টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচটিই ছিল ভারতের বিপক্ষে। আর ভারত টুর্নামেন্টের জন্য পাকিস্তানে যাবে না বলে গোঁ ধরাতেই হাইব্রিড মডেলের অবতারণা।

ভারতের বিপক্ষে সে ম্যাচে ফল পক্ষে আসেনি বাংলাদেশের। তাওহিদ হৃদয়ের দুর্দান্ত এক সেঞ্চুরির পরও বাংলাদেশ ৬ উইকেটে হার হজম করেছে। গ্রুপ পর্বে এখন আর দুই ম্যাচ বাকি বাংলাদেশের। এর মধ্যে আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলার কথা রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিতব্য এই দুটি ম্যাচ খেলতে শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ১৮ মিনিটে এমিরেটসের একটি বিমানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছায় বাংলাদেশ দল। এখন তারা ইসলামাবাদের একটি হোটেলে অবস্থান করছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশের অনুশীলন সেশনেও অংশ নেওয়ার কথা। ইসলামাবাদ ক্লাবে তাদের অনুশীলন হওয়ার কথা স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম