Logo
Logo
×

Live Icon সরাসরি

রেকর্ড রান তাড়ায় অস্ট্রেলিয়ার ইতিহাসগড়া জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ পিএম

রেকর্ড রান তাড়ায় অস্ট্রেলিয়ার ইতিহাসগড়া জয়

ছবি: সংগৃহীত

সময়ের অন্যতম আলোচিত লড়াই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দল দুটি।

এই ম্যাচের ধারাবিবরণী পড়তে যুগান্তর অনলাইনের সঙ্গে থাকুন।

২২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৪ পিএম

রেকর্ড রান তাড়ায় অস্ট্রেলিয়ার ইতিহাসগড়া জয়

রেকর্ড রান তাড়ায় অস্ট্রেলিয়ার ইতিহাসগড়া জয়

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রানের লক্ষ্য ১৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে তারা। ৮ চার ও ৬ ছক্কায় অপরাজিত ১২০ রানের ইনিংসে দলকে অবিশ্বাস্য এই জয় পেতে সহায়তা করেছেন অজি ব্যাটার জশ ইংলিস।

অস্ট্রেলিয়া ৩৫৬/৫, ৪৭.৩ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৩ পিএম

ছক্কা মেরে সেঞ্চুরি!

ছক্কা মেরে সেঞ্চুরি!

জফরা আরচারকে হাওয়ায় ভাসিয়ে সীমানাছাড়া করে তিন অঙ্ক ছুঁয়েছেন জশ ইংলিশ। ৭৭ বলে ৮ চার এবং ৪ ছক্কায় এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। ক্যারি ফিরলেও ৩৫২ রান তাড়ায় এখনো অস্ট্রেলিয়ার তরী ভাসিয়ে রেখেছেন এই ব্যাটার।

অস্ট্রেলিয়া ৩১৮/৫, ৪৫ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩১ পিএম

ক্যারিকে ফিরিয়ে কার্সের ‘অমূল্য’ ব্রেক থ্রু

অবশেষে পঞ্চম উইকেটে ক্যারি-ইংলিসের জুটি থেমেছে ১৪৬ রানে। ক্যারিকে মিড অফে বাটলারের ক্যাচ বানিয়েছেন ব্রাইডন কার্স। জায়গা তৈরি করে শট খেলতে চেয়েছিলেন ক্যারি, কিন্তু ব্যাটারকে ফলো করেছেন কার্স। আর তাতেই কেল্লাফতে!

৬৩ বলে ৮ চারে ৬৯ রান করে সাজঘরের পথ ধরলেন ক্যারি।

অস্ট্রেলিয়া ২৮২/৫, ৪২ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১২ পিএম

সহজ ক্যাচ ফেললেন আরচার, ক্যারির ফিফটি

আদিল রশিদের বল টেনে নিয়ে অন সাইডে খেলেছিলেন অ্যালেক্স ক্যারি। হাওয়ায় ভেসে ডিপ মিড উইকেটে যাওয়া সে বল তালুবন্দি করতে পারেননি জফরা আরচার। তার সহজ ক্যাচ ফেলে দেওয়ার সুযোগে দুই রান নিয়েছেন ক্যারি, ফিফটি পূরণ করেছেন ৪৯ বলে।

অস্ট্রেলিয়া ২৫০/৪, ৩৮ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৭ পিএম

একশ ছাড়াল ক্যারি-ইংলিসের জুটি

অ্যালেক্স ক্যারি এবং জশ ইংলিসের ব্যাটে রেকর্ড রান তাড়ার স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পঞ্চম উইকেটে তারা দুজন যোগ করেছেন ৮৮ বলে ১০৮* রান। ৬৬ রানে ব্যাট করছেন ইংলিস, ফিফটির হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে ক্যারি (৪৬*)।

অস্ট্রেলিয়া ২৪১/৪, ৩৭ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৯ পিএম

ইংলিসের ফিফটি

জশ ইংলিসের সঙ্গে ক্যারির জুটির দিকে তাকিয়ে আছে অস্ট্রেলিয়া। ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোচ্ছে তাদের এই জুটি। তবে তার আগে নিজেও মাইলফলক ছুঁয়ে ফেলেছেন ইংলিস। ৪১ বলে তুলে ফেলেছেন তার চতুর্থ ওয়ানডে ফিফটি।

অস্ট্রেলিয়া ২২১/৪, ৩৩ ওভার 

২২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৮ পিএম

উইকেটে জমে গেছেন ক্যারি-ইংলিস

১৩৬ রানে ৪ উইকেট খুইয়ে অজিরা বিপাকেই পড়ে গিয়েছিল। তবে সে ধাক্কাটা দারুণভাবে সামলে নিয়েছে দলটা। এর কারিগর অ্যালেক্স ক্যারি আর জশ ইংলিস। দুজন মিলে পঞ্চম উইকেটে যোগ করেছেন ৫৮ বলে ৭৬ রান। তাতে অস্ট্রেলিয়াও ভালোভাবেই এগোচ্ছে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৫২ রানের চ্যালেঞ্জের দিকে।

অস্ট্রেলিয়া ২১২/৪, ৩২ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৩ পিএম

শর্টেরও বিদায়, আরও বিপাকে অস্ট্রেলিয়া

লাবুশেনকে হারানোর ধাক্কাটা সামলে ওঠার কথা ছিল এখন, তবে অস্ট্রেলিয়া আরও বিপদেই পড়ে গেল বৈকি। লিয়াম লিভিংস্টোনের ফুলার লেন্থের বলটা শর্ট লং অফে ঠেলে দিতে চেয়েছিলেন, তবে পারলেন না, বলটা লিভিংস্টোনের হাতে গেল, নিচু ক্যাচটা নিতে ভুল করেননি ইংলিশ এ বোলার।

হঠাৎই যেন দিশেহারা হয়ে পড়ল অস্ট্রেলিয়া!

অস্ট্রেলিয়া ১৩৬/৪, ২২.২ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৭ পিএম

চাপে পড়ে উইকেট খোয়ালেন লাবুশেন

ইংলিশ স্পিনাররা মারনাস লাবুশেন আর শর্টকে চেপে ধরেছিলেন, রান বের করতে দিচ্ছিলেন না তেমন। সে চাপটা থেকেই উইকেটটা খোয়ালেন লাবুশেন। 

আদিল রশিদের ফুলার লেন্থের বলটা কভার অঞ্চল দিয়ে সীমানায় পাঠাতে চেয়েছিলেন তিনি। তবে সেখানে থাকা জস বাটলার দারুণভাবে ক্যাচ নিলেন। ৪৭ রান করা লাবুশেনের ইতি ঘটল সঙ্গে সঙ্গে।

অস্ট্রেলিয়া ১২২/৩, ১৯.২ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৩ পিএম

রিভিউ গচ্চা গেল ইংলিশদের

ম্যাথিউ শর্ট ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছেন। তাকে ফেরাতে মরিয়া হয়ে ইংল্যান্ড ক্ষীণতম সুযোগটাও নষ্ট করতে চাইছে না।

১৫তম ওভারে এসে ব্রেডন কার্সের ডেলিভারিতে কট বিহাইন্ডের আবেদন তুলেছিলেন উইকেটরক্ষক জেইমি স্মিথ। কিছু একটা আওয়াজ থাকলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। রিভিউ নেয় ইংল্যান্ড।

রিভিউতে আল্ট্রাএজে কোনো স্পাইক দেখা যায়নি। ফলে রিভিউ হারায় ইংলিশরা।

অস্ট্রেলিয়া ৯৮/২, ১৪.৪ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৯ পিএম

হেডের পর স্মিথও নেই!

বেন ডাকেট ইংলিশ ইনিংসের শুরুতে নেমেছিলেন মাঠে। ৪৮ ওভার পর্যন্ত ব্যাট করেছেন, ১৬৫ রানের ইনিংসে দলকে বড় পুঁজি এনে দিয়েছেন। তা শেষে প্রথম থেকেই নেমে গেছেন ফিল্ডিংয়ে। শুধু নামেনইনি, স্লিপে নিয়েছেন দারুণ এক ক্যাচ, তাও আবার স্টিভেন স্মিথের।

মার্ক উডের ১৫০.৫ কিমি. গতির এক ডেলিভারি তার ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে, সেখানে কোনো ভুলচুক করেননি ডাকেট। অস্ট্রেলিয়া পড়ে গেল ঘোর বিপদে।

অস্ট্রেলিয়া ২৭/২, ৪.১ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৯ পিএম

শুরুতেই আরচারের শিকার হেড

লক্ষ্যটা ৩৫২ রানের। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বড় আশাই ছিল বিস্ফোরক ওপেনার ট্র্যাভিস হেডের ওপর। তবে তিনি তা পূরণ করতে পারেননি। জফরা আরচারকে ফিরতি ক্যাচ দিয়ে তিনি ফিরে গেলেন দুই অঙ্কে যাওয়ার আগেই (৬)। 
অস্ট্রেলিয়া ২১/১, ৩.১ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩২ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের রেকর্ডও ইংলিশদের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড

৩৫১/৮ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া লাহোর ২০২৫
৩৪৭/৪ নিউজিল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র দ্য ওভাল ২০০৪
৩৩৮/৪ পাকিস্তান বনাম ভারত দ্য ওভাল ২০১৭
৩৩১/৭ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা কার্ডিফ ২০১৩
৩২৩/৮ ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ান ২০০৯

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯ পিএম

শেষটা মন্দও হয়নি ইংল্যান্ডের

শুরুটা বেশ ভালো ছিল ইংল্যান্ডের। সে তুলনায় শেষটা ভালো হলো না। বেন ডাকেটের ১৬৫ রানে ভর করে অবশ্য পুঁজিটা নেহায়েত মন্দ হয়নি তাদের। ইনিংস শেষ করেছে ৮ উইকেটে ৩৫১ রান তুলে। 

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯ পিএম

শেষ ওভারে আরচারের ঝড়

শেষ ওভারে ব্রেডন কার্সের উইকেট খুইয়েছে ইংল্যান্ড। তবে মারনাস লাবুশেনকে হাসিমুখ নিয়ে ওভারটা শেষ করতে দেননি জফরা আরচার। এক ছক্কা আর এক চারে সে ওভার থেকে তুলে নিয়েছেন ১৫ রান। তাতে ইংলিশরা তাদের ইনিংস শেষ করল ৩৫১ রান তুলে।

ইংল্যান্ড ৩৫১/৮, ৫০ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৭ পিএম

ইতিহাস গড়ে ফিরলেন ডাকেট

ইতিহাস গড়ে ফিরলেন ডাকেট

নিজের ক্যারিয়ার সেরা ইনিংসটা ছিল ১০৭ রানের। সেটাকে বহু আগেই পেছনে ফেলে দিয়েছেন বেন ডাকেট। এরপর তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম ১৫০ রানের ইনিংসও। তা করতে গিয়ে ইতিহাসই গড়ে ফেলেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ ইনিংসটা এখন তার দখলে। এর আগে ১৪৫ রানের ইনিংস খেলে এই রেকর্ডটা যৌথভাবে ছিল ন্যাথান অ্যাস্টল আর গ্র্যান্ট ফ্লাওয়ারের। সে রেকর্ডটা ডাকেট ছাড়িয়ে গেলেন অনায়াসে।

শেষমেশ তার এ ইনিংস শেষ হলো ১৬৫ রানে। যখন তিনি ফিরছেন, তখন ওভার বাকি ছিল আরও তিনটি। চ্যাম্পিয়ন্স ট্রফিকে প্রথম ডাবল সেঞ্চুরির দেখাও পাইয়ে দিতে পারতেন তিনি। শেষমেশ তা পারেননি মারনাস লাবুশেনের বলে তিনি এলবিডব্লিউ হলে।

ইংল্যান্ড ৩২২/৭, ৪৭.২ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৬ পিএম

চার ছক্কা হাঁকিয়ে সে ওভারেই ফিরলেন বাটলার

জস বাটলার হাত খোলার ইঙ্গিত দিচ্ছিলেন। একটা করে চার আর ছক্কা হাঁকিয়েছিলেন ৪১তম ওভারে। এরপরই তাকে ফিরতে হলো। লেগ সাইডে স্লগ সুইপ করে ডিপ মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন বল। তবে পারলেন না। সেখানে ন্যাথান এলিস নিলেন নিচু একটা ক্যাচ। তাতে ইংলিশরা খুইয়ে বসল তাদের পঞ্চম উইকেট।

ইংল্যান্ড ২৮০/৫, ৪০.৬ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৭ পিএম

ক্যারি এসব কী করছেন!

আউটফিল্ডার হিসেবে ফিল্ডিং শুরু করেছিলেন। এরপর অ্যালেক্স ক্যারি খাতা খুলেছিলেন অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে। মাঝে জেমি স্মিথের ক্যাচও ক্যারির হাতেই গেছে। তবে এবার হ্যারি ব্রুককে বিদায় করলেন দারুণ এক ক্যাচ নিয়ে। 

ব্রুক জ্যাম্পার বলে অফ সাইডে খেলতে চেয়েছিলেন। তার ব্যাটের কানায় লেগে বলটা উঠে গেল আকাশে। ক্যারি প্রথমে ঘুরলেন, পেছন দিকে দৌড়ালেন, এরপরও ঝাঁপিয়ে পড়ে দুই হাতে ক্যাচটা নিলেন। 

ইংল্যান্ড ২১৯/৪, ৩৪.১ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৫ পিএম

তিন অঙ্কের দেখা পেলেন ডাকেট

স্পেনসার জনসনকে টানা দুই চার মেরে বেন ডাকেট পৌঁছে গেলেন সেঞ্চুরিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি, সব মিলিয়ে তৃতীয়। দারুণ শুরু করেও তা বড় কিছুতে রূপ না দিতে পারাটা তাকে সমালোচনার মুখে ফেলছিল বেশ। তবে সেপ্টেম্বরে আবারও ওয়ানডে সেট আপে ফেরার পর থেকে সে সমালোচনাটা বন্ধ করে দিয়েছেন রীতিমতো। শেষ ৯ ইনিংসে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি, সঙ্গে আছে ৫ ফিফটিও।

ইনিংসের ১৮ ওভার এখনও বাকি। ডাকেট কি এই সেঞ্চুরিকে আরও বড় কিছুতে রূপ দিতে পারবেন?

ইংল্যান্ড ২০৯/৩, ৩১.৫ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২১ পিএম

রুট উপড়ে ফেললেন জ্যাম্পা

বেন ডাকেটের সঙ্গে তার তৃতীয় উইকেট জুটিটা জমে গিয়েছিল রীতিমতো। ১৫৮ রানের এ জুটি ইংল্যান্ডকে বড় পুঁজির আশাও দেখাচ্ছে এখন।

তবে জুটিটা আর বড় হলো না রুটের বিদায়ে। অ্যাডাম জ্যাম্পাকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়লেন তিনি। 

তাকে আউট দেওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। বলটা মিডল স্টাম্পে পড়ে লেগ স্টাম্পে যাচ্ছিল। আম্পায়ার আহসান রাজা তাকে আউটের সিদ্ধান্ত দিলেন। রিভিউ নিয়ে সফল হননি রুট। ৭৮ বলে তার ৬৮ রানের ইনিংসটার ইতি ঘটল এখানেই।

ইংল্যান্ড ২০১/৩, ৩০.৬ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪১ পিএম

৫০ ছুঁলেন রুটও

বেন ডাকেটের সঙ্গে জুটিটা জমে গেছে তার। ডাকেট কিছুক্ষণ আগে তুলে নিয়েছেন ফিফটি, এবার জো রুটও তুলে নিলেন তার ক্যারিয়ারের ৪১তম ফিফটিটা। ৫৬ বলে এ মাইলফলক ছুঁলেন রুট।

ইংল্যান্ড ১৫৩/২, ২২.৫ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩২ পিএম

অভিষেকেই ডাকেটের ফিফটি

আইসিসির কোনো ইভেন্টে প্রথমবারের মতো ব্যাট হাতে নেমেছেন বেন ডাকেট। গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলে ছিলেন, কিন্তু খেলার সুযোগ পাননি। এবার সুযোগ পেয়েই দারুণভাবে কাজে লাগালেন তা। তুলে নিলেন দারুণ এক ফিফটি। ৫০ বলে এ মাইলফলক ছুঁলেন ডাকেট।

ইংল্যান্ড ১২৬/২, ১৮ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭ পিএম

ডাকেটের ছক্কা, সেঞ্চুরি ইংল্যান্ডের

গ্লেন ম্যাক্সওয়েলের ওভারটা শুরুর আগে ইংল্যান্ডের রান ছিল ৯১। তবে ১৪তম ওভারটার প্রথম পাঁচ বলে সিঙ্গেল নিলেন বেন ডাকেট আর জো রুট মিলে। শেষ বলটায় উইকেট ছেড়ে বেরিয়ে এসে ডাকেট মারলেন ছয়। সঙ্গে সঙ্গে তিন অঙ্কে পৌঁছে গেল ইংলিশরা। 

ইংল্যান্ড ১০২/২, ১৪ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩ পিএম

ডোয়ারশুইসের আরও এক, এবার শিকার স্মিথ

ইংলিশদের প্রথম ধাক্কাটা দিয়েছিলেন বেন ডোয়ারশুইস। দ্বিতীয় উইকেটটাও গেল ডোয়ারশুইসের দখলে। এবার জেইমি স্মিথ গেলেন। কাকতালীয়ভাবে তিনিও ক্যাচ দিয়েছেন অ্যালেক্স ক্যারির হাতে। যদিও তার ক্যাচটা নিতে ক্যারিকে তেমন কিছু করতেও হয়নি। ডোয়ারশুইসের হাফ ভলিটা সোজা তার হাতে তুলে দিয়েছেন স্মিথ।

ইংল্যান্ড ৪৩/২, ৫.২ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩০ পিএম

ফিল্ডার রূপেও অবিশ্বাস্য ক্যারি, বিদায় সল্টের

অ্যালেক্স ক্যারি তার ক্যারিয়ারের ১৫৫ ম্যাচের ১৪৩ ম্যাচেই খেলেছেন উইকেটরক্ষক হিসেবে। তবে আজ জশ ইংলিসকে রাখা হয়েছে উইকেটের পেছনে, ক্যারির ভূমিকাটা সাধারণ ফিল্ডারের।

তবে সে সাধারণ ফিল্ডার হিসেবেও অসাধারণ রূপটা দেখালেন ক্যারি। ফিল্ডিং করছিলেন মিড অনে। বেন ডোয়ারশুইসের ইনসুইংগিং হাফ ভলিটা ফ্লিক করে মিড উইকেটে পাঠাতে চেয়েছিলেন ফিল সল্ট।সেখানে ক্যারি মিড অন থেকে ডানে অনেকটা দৌড়ে গিয়ে লাফিয়ে ক্যাচটা নিলেন। আউটফিল্ডার হিসেবে যা আবার প্রথম ক্যাচ ক্যারির! ফিল সল্টকে ফিরতে হলো ১০ রানে।

ইংল্যান্ড ১৩/১, ১.৪ ওভার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭ পিএম

অস্ট্রেলিয়া একাদশ

ট্র্যাভিস হেড, ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেনসার জনসন

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৬ পিএম

ইংল্যান্ডের একাদশ

ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জশ বাটলার, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৫ পিএম

টস জিতল অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে ইংল্যান্ড

টস ভাগ্যটা অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে সঙ্গ দিল। তিনি অবশ্য নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত। ব্যাটিংয়ে নামতে হচ্ছে ইংলিশদের।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম