Logo
Logo
×

খেলা

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই আলোচনার বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি তারকা এই অলরাউন্ডার। খেলা হয়নি বিদায়ি টেস্ট ও বিপিএল। এরপর বোলিং নিষেধাজ্ঞায় পরায় জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। তবে এবার ফের নতুন করে আলোচনায় এসেছেন সাকিব।

জানা গেছে, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নাম লেখাতে যাচ্ছেন তিনি। ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখানোর কথা রয়েছে সাকিব আল হাসানের।

আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ডিপিএল। তার আগে আজ (শনিবার) এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। আর সেই দলবদলে তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

দলটি ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। সবশেষ আজ অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে তারা, সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন বলে জানা গেছে।

সাকিব ছাড়াও লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবরা দলটির জার্সি গায়ে জড়ানোর কথা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম