Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললেও আইপিএলের জন্য প্রস্তুত কামিন্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললেও আইপিএলের জন্য প্রস্তুত কামিন্স

ছবি: সংগৃহীত

সব ঠিক থাকলে আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দিতে দেখা যেত প্যাট কামিন্সকে। স্কোয়াডেও ছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাওয়া চোট সারিয়ে উঠতে না পারায় আসর থেকে ছিটকে যেতে হয়েছে তাকে। যা নিয়ে অবশ্য দুঃখ নেই কামিন্সের। বরং নিজেকে প্রস্তুত করছেন আসন্ন আইপিএলের জন্য।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাঠে গড়াতে যাওয়া আইপিএলে খেলতে কোনো সমস্যা হবে না বলেই মনে করেন কামিন্স। যা সামনে রেখে নিজেকে প্রস্তুত করাও শুরু করেছেন বলে জানিয়েছেন এই অজি অলরাউন্ডার। 

কামিন্স বলেন, ‘পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি। অনুশীলনের ব্যস্ততা নেই। সফরে যেতে হচ্ছে না। অন্যরকম ভাবে ভালোই সময় কাটছে। বাড়িতে সবার সঙ্গে থাকতে পারাটাও একটা পাওয়া।’

আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন কামিন্স। যা সামনে রেখে প্রস্তুতিও শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু করার ইচ্ছা আছে। ভালোই উন্নতি হচ্ছে। আইপিএলের জন্য আমি প্রস্তুত।’

আইপিএল ছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়েও ভাবনা আছে কামিন্সের। টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করতে চান তিনি। আগামী ১১ জুন থেকে লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে আবারও শিরোপা হাতে তুলতে চান কামিন্স।

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম